সৌদি যুবরাজ এখন ‘মুকুটহীন’ বাদশাহ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিভিন্ন কারণে ‘মুকুটহীন’ বাদশাহ হয়ে উঠেছেন। সৌদি আরবে আসা বিদেশি নেতাদের অভ্যর্থনা জানানো থেকে শুরু করে বিভিন্ন আঞ্চলিক সম্মেলনে নেতৃত্বদান- সবকিছুই এখন করছেন মোহাম্মদ।

অন্যদিকে সৌদির অশীতিপর বাদশাহ সালমান ক্রমেই আড়ালে চলে যাচ্ছেন। ফলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না পেলেও যুবরাজই হয়ে উঠছেন সৌদির বাদশাহ। খবর এএফপির।

২০১৭ সালের জুনে সিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে মনোনীত হন যুবরাজ মোহাম্মদ। মূলত এর পর থেকেই তিনি সৌদির কার্যত নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন। সৌদির বাদশাহ সালমানের বয়স এখন প্রায় ৮৬ বছর। তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।