দুবাইয়ে কয়েক গুণ বেড়েছে পর্যটক, খুশি প্রবাসী বাংলাদেশিরা

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্য নগরী দুবাই এক্সপোকে ঘিরে পর্যটকের মাত্রা অনেক বাড়ছে। বিশেষ করে বাংলাদেশি ভ্রমণকারীদের মুখোরোচক খাবারের চাহিদা মেটাতে বহু প্রবাসী খুলে বসেছেন রেস্টুরেন্ট ব্যবসা। সাম্প্রতিক সময়ে এই ব্যবসায় দারুণ সফলতা এসেছে জানান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

দুবাইয়ের আল নাখিল বাংলাবাজার ঢুকলে রকমারি খাবারের হরেক রকম নামের রেস্টুরেন্ট যে কারো চোখে পড়বে।করোনার আধিপত্য কমে আসার পর দুবাইতে পর্যটকদের আনাগোনা বেড়েছে কয়েক গুণ।দেশীয় খাবারের স্বাদ নিতে বিভিন্ন প্রবাসীদের মালিকানাধীন রেস্টুরেন্টে ভিড় করছেন বাংলাদেশিরা।

চাহিদা বাড়ায় প্রতিদিনই উদ্বোধন হচ্ছে বাংলাদেশি মালাকানাধীন নতুন নতুন সব রেস্টুরেন্ট। ব্যবসায়ীরা বলছেন, দুবাইয়ে বসে শতভাগ বাংলাদেশি খাবারের স্বাদ নিতে পারবেন প্রবাসীরা।নতুন নতুন খাবারের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় বাড়ছে ভোজনরসিকদের।

প্রবাসীরা বলছেন, বাংলাদেশি পর্যটকরা বিভিন্ন দেশে গেলে দেশীয় খাবার পেতে সমস্যায় পড়ে যান। কিন্তু দুবাইতে সে সমস্যা এখন নেই বললেই চলে। অন্যান্য দেশের ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশিরাও রেস্টুরেন্ট ব্যবসায় এগিয়ে যাচ্ছে।