কাতার এয়ারওয়েজে শুরু হলো বিশেষ অফার

কাতারে ১৮ ডিসেম্বর জাতীয় দিবস উপলক্ষে বিশেষ অফার দিয়েছে কাতার এয়ারওয়েজ। এই অফারে শতকরা ৩৫ ভাগ ছাড়ে টিকেট কিনতে পারবেন যাত্রীরা। বর্তমানে কাতার এয়ারওয়েজ যেসব গন্তব্যে যাচ্ছে, এগুলোর মধ্যে ১৪০ টি গন্তব্যে যাওয়া যাবে এই ছাড়ে।

অফার চলছে ১২ ডিসেম্বর থেকে, শেষ হবে ১৮ ডিসেম্বর তারিখে। তবে এই অফারে টিকেট কিনলে ২৬ ডিসেম্বর থেকে আগামী বছরের ১৫ জুনের মধ্যে ভ্রমণ করতে হবে।যারা কাতার এয়ারওয়েজের প্রিভিলাইজ ক্লাবের সদস্য, তারা এই সময়ে ভ্রমণ করলে দ্বিগুণ পয়েন্ট পাবেন।

মধ্যপ্রাচ্যে বিশেষ করে দুবাই, আবুধাবি ও সৌদি আরবে যাওয়ার টিকিটের দাম দিনে দিনে অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে সিন্ডিকেটের কারনে । মাননীয় প্রধানমন্ত্রী আপনি ছাড়া আপনার কোন মন্ত্রালয়ের আর কেউ পারবেনা বলে মনে হচ্ছে। এখন যদি না পারেন তাহলে ভবিষ্যতে আর সম্ভব হবে না।

আরেকটি কথা মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন কিনা জানি না, আপনার একজন মন্ত্রী, ইউএইতে এসে বলে গেছে বাংলাদেশ বিমানে না যাওয়ার জন্য ভাড়া বেশি বলে। তার কথাতেই সুস্পষ্ট তিনি বিমানের সিন্ডিকেটের ব্যাপারে কিছু করতে পারবেন না।

বিমানের দেখাদেখি এখন ভিন দেশী এয়ারলাইন্স গুলির ভাড়া আকাশচুম্বী। যেখানে ভারত, পাকিস্তান বা নেপাল থেকে ইউএইতে গেলে পনের হাজারের মধ্যেই হয়ে যায় সেখানে আমাদের কেন লাখ টাকা লাগবে?? প্রবাসীরা এর দ্রুত সমাধান চায়।