সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ধনপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে সৌদি রেমিট্যান্স যোদ্ধা সোহেল (২৬) নিহত হয়েছেন।

পরিবারের স্বচ্ছতা ফিরিয়ে আনতে তিন বছর আগে সৌদি আরবে গমন করেন সোহেল। সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কফি হাউজে কর্মরত ছিলেন সোহেল।

গত সোমবার (৬ ডিসেম্বর) রাতে সোহেল কর্মক্ষেত্রের কাজ শেষে বাসায় ফিরছিলেন। রাজধানী রিয়াদ শহরের অদূরে আতিকা ইশারা (সিগন্যাল) নামক এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে ধাক্কায় আহত হন সোহেল। গুরুতর অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহেলের মৃত্যু সংবাদে তার পরিবার এবং এলাকাজুড়ে শোকের ছাড়া নেমে আসে। পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবারের সকলে।

পারিবারিক সূত্রে জানা যায় যে, সোহেলের বৈবাহিক জীবনে এক বছর বয়সের একটি মেয়ে রয়েছে। পরিবারেরও তেমন কোনো সম্পদ নেই। সরকারের নিকট আর্থিক ও সার্বিক সহযোগিতা চেয়েছেন মৃত সোহেলের পিতা আব্দুল লতিফ।