স্বাস্থ্যবিধি না মানলে ওমিক্রণ ছড়িয়ে পড়ার আশঙ্কা

করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়লেও দেশের মানুষের মধ্যে নেই কোন সতর্কতা । গণপরিবহন, বাজারসহ প্রায় সব জায়গায় মাস্ক না পরেই চলাফেরা করছে অনেকে। স্বাস্থ্যবিধি মানা না হলে দেশে ওমিক্রণ অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার ধরন ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে পাশ্ববর্তী ভারতসহ ৪০টিরও বেশি দেশে। সতর্কতার অংশ হিসেবে ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম ভাইরাসটির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত, জনসমাবেশ নিরুৎসাহিত করা এবং ঘরের বাইরে মাস্ক পরার কথা বলা হয়েছে। তবে এর বাস্তবায়ন দেখা যায়নি যানবাহন, বাজার বা রাস্তাঘাটে। সব জায়গাতেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি।

বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের নতুন এই ধরনটি দ্রুত সংক্রমিত হয়। তাই মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার অনীহা বিপদ ডেকে আনতে পারে।

ওমিক্রন শনাক্ত হওয়া সাউথ আফ্রিকার ৭ দেশ থেকে আগতদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। তবে, আফ্রিকা ছাড়িয়ে ভারত ও ইউরোপের বিভিন্ন দেশেরও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনার এ ধরন।