সৌদিতে ভ্যাকসিনের বুস্টার ডোজ বাধ্যতামূলক হচ্ছে, না নিলে প্রবেশাধিকার সীমিত

উপসাগরীয় দেশ সৌদি আরবে করোনার ওমিক্রন ধরনকে ঠেকাতে টিকার বুস্টার ডোজ বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের বুস্টার ডোজ গ্রহণ করতে হবে।

শুক্রবার (০৩ ডিসেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তার বরাতে আরব নিউজ এসব তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ গ্রহণ করতে হবে। করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর যদি আট মাস পেরিয়ে যায় তাহলে তাদের জন্য বুস্টার ডোজ গ্রহণ বাধ্যতামূলক।

২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। সেদিন থেকে বুস্টার ডোজ ছাড়া আর তাওয়াক্কালনা এপে ইমিউন শো করবে না।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাওক্কালনা এ্যাপে ইমিউন শো না করলে নিম্নোক্ত ক্ষেত্রসমূহে প্রবেশাধিকার সীমিত থাকবে-

১) যেকোনো আর্থিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, বিনোদনমূলক, স্পোর্টস প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।

২) যেকোনো সাংস্কৃতিক, বিনোদনমূলক, সামাজিক, শিক্ষামূলক অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।

৩) সরকারি, বেসরকারি, প্রাইভেট প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে।

৪) বিমানে আরোহণ ও গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে।

এর আগে তাওয়াক্কালনা এ্যাপে ইমিউন শো করার জন্য শর্ত ছিল দুই ডোজ টিকাগ্রহণ সম্পন্ন করা। এখন এই নির্দেশনার ফলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে শর্ত হবে তিন ডোজ সম্পন্ন করা।

করোনা মহামারীর কারণে বিদেশিদের জন্য দীর্ঘদিন ধরে জন্য বন্ধ থাকার পর নভেম্বর মাসে ওমরাহ হজ কার্যক্রম ও মক্কা-মদিনা ভ্রমণের বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি সরকার। আবারও হজ ও ওমরাহ পালনের অনুমতি দিয়েছে দেশটি।

সংশ্লিষ্টদের শঙ্কা, করনোর ওমিক্রন ধরণের কারণে আবারও নানা বিধিনিষেধ কার্যকর করতে পারে দেশটি।