বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে অন্যান্য প্রাতীকের পক্ষে কাজ করার অভিযোগে ১৫জন নেতাকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে অব্যাহতির ঘোষনা দেওয়া হয়।
অব্যাহতি প্রাপ্তরা হলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেক (ভান্ডারবাড়ী), ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তুলা, সদস্য হযরত আলী, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা, গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সদস্য মোহাম্মদ আলী, সদস্য মোসলেম উদ্দিন, ৮নং ওয়ার্ড কমিটির সভাপতি শিপন, চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লেলিন রেজা, সদস্য জাহিদ হাসান বিপ্লব, ২নং ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক সেলিম রেজা।
পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লেখিত নেতৃবৃন্দ নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলীয় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীকের পক্ষে প্রকাশ্যে-গোপনে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন। যা প্রমানিত হওয়ায় উল্লেখিত নেতৃবৃন্দকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
এবিষয়ে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বলেন ১০টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বদ্বিতা করেছেন। এই নির্বাচনে দলীয় অনেক নেতাকর্মী ও সমর্থক নৌকা প্রতীকের বিরুদ্ধে অন্যান্য প্রতীকের পক্ষে প্রচার প্রচারনায় অংশ নেন। নৌকা প্রতীকের প্রার্থী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের লিখিত অভিযোগ গুলো তদন্ত করে প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।