গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র ও সদ্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। আজ রোববার (২৮ নভেম্বর) গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মহানগরের নলজানি এলাকার বাসিন্দা মো. আতিক মাহমুদ বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। তিনি গাজীপুর মহানগরের বাসন থানার নলজানী এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে। এ ছাড়া তিনি আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি জাহাঙ্গীর আলম গত ১৩ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কটূক্তি করেন। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বক্তব্যের একপর্যায়ে আসামি বলেছেন, বঙ্গবন্ধু তাঁর নিজের স্বার্থ হাসিল করার জন্য প্রত্যেক জেলায় ৪৫ হাজার করে মোট ত্রিশ লাখ লোক হত্যা করান। তার ঘৃণ্য মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
এতে বাংলাদেশ ও বাঙালি জাতির সম্মান ক্ষুণ্ন হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়। এ জন্য বাদী সম্মানহানি হিসেবে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন। এ বিষয়ে মামলার বাদী মো. আতিক মাহমুদ বলেন, আমি বঙ্গবন্ধুকে নিয়ে এ ধরনের ঘৃণ্য বক্তব্য মেনে নিতে পারিনি। তাই ক্ষুব্ধ হয়ে মামলা করেছি। আদালত আগামী ৩০ জানুয়ারির মধ্যে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মেয়র মো. জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয়। গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৫ নভেম্বর মেয়র পদ থেকেও তাকে বরখাস্ত করা হয়।