কাতারে যেসব রাস্তায় বাস ও ভারী যানবাহন নিষিদ্ধ করলো পুলিশ

কাতারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে ২৬ নভেম্বর শুক্রবার থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাস ও ভারী যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কাতার ট্রাফিক পুলিশ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

কাতারে শুরু হতে যাওয়া ফিফা আরব কাপ এবং এই সময়ে আয়োজিত অন্যান্য অনুষ্ঠানমালায় সবার অবাধ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কাতার পুলিশ জানায়, এই দিনগুলোতে নিচে উল্লেখিত সময়ে কোনো বাস বা ভারী যানবাহন চলাচল করতে পারবে না।

নিষিদ্ধ সময়গুলো হলো: প্রতিদিন সকাল ৬টা থেকে সাড়ে আটটা পর্যন্ত দুপুর ১২টা থেকে ৩ টা পর্যন্ত । বিকাল ৫টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
যেসব রাস্তায় বাস ও ভারী যানবাহনের চলাচল নিষিদ্ধ, সেগুলো হলো: এ রিং রোড, বি রিং রোড, সি রিং
রোড ২২ ফেব্রুয়ারি রোড, সাবাহ আল আহমদ করিডোর, মুহাম্মদ বিন থানি রোড, আলমারখিয়া রোড আল ইসতিকলাল রোড।
তবে গণপরিবহনের বাস এবং স্কুল বাস এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া কাতারে বিভিন্ন এলাকায় যে স্টেডিয়ামগুলো রয়েছে, সেগুলোর আশেপাশে কোনো ভারী যানবাহন প্রতিদিন রাত ১টা থেকে ভোর ৫টার বাইরে চলাচল করতে পারবে না।