৪ বছরের অপেক্ষার অবসান, কাতার থেকে সড়ক পথে ওমরাহ আদায়ের সুযোগ চালু

অবশেষে বহু’ল প্রতী’ক্ষার পর কাতার থেকে বাসে সৌদি আরবে ওমরাহ আদায়ের জন্য যাত্রা শুরু হচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর কাতার থেকে প্রথমবারের মতো বাসে ওমরাহ যাত্রী পরিবহন করবে হাম্মাদি ট্রাভেল এজেন্সি।

এই তথ্য নিশ্চিত করেছেন একজন ট্রাভেল এজেন্ট। খবর গালফ বাংলা’র।তবে আরও বেশ কয়েকটি ট্রাভেল এজেন্সিও ডিসেম্বর মাসের বিভিন্ন তারিখে বাস সেবা শুরু করবে বলে জানা গেছে।

এই কর্মকর্তা জানান, প্রতি বুধবার কাতার থেকে ওমরাহ আদায়ের জন্য বাস ছা’ড়বে। মোট ১০ দিনের প্যাকেজে মোট খরচ হবে এক হাজার ৮০০ রিয়াল।

তবে এই খরচের মধ্যে খাওয়া-দাওয়া অন্তর্ভু’ক্ত নয় বলে জানিয়েছেন হাম্মাদি ট্রাভেল এজেন্সির কর্মকর্তা। জানা গেছে, মোট ১০ দিনের মধ্যে ৬ দিন মক্কায় এবং ২ দিন মদিনায় অবস্থান করবেন ওমরাহ আদায়কারীরা।

বাকি দুদিন যাওয়া-আসায় পার হয়ে যাবে। আর ওমরাহ আদায় করার জন্য নির্ধারিত দিনের কমপক্ষে ১০ দিন আগে পাসপোর্ট জমা দিতে হবে ভিসা প্রক্রিয়া শেষ করার জন্য।

২০১৭ সালের ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছি’ন্ন করেছিল সৌদি আরব। তখন থেকে সড়কপথে ওমরাহ আদায়ের সুযোগ ব’ন্ধ হয়ে যায় কাতারবাসীর জন্য।

এরপর গত প্রায় চার বছরের বেশি সময় ধরে কাতারবাসী অপে’ক্ষা করছিল, কবে আবার ওমরাহ আদায়ের সুযোগ চালু হবে।

তবে উড়োজাহাজে চড়ে ওমরাহ আদায়ের সুযোগ চালু হলেও বেশিরভাগ কাতার প্রবাসী বাসে যেতে পছন্দ করেন। কারণ এতে ভাড়া ও খরচ তুলনামূলক কম হয়ে থাকে।