বরগুনার পাথরঘাটায় ইউপি নির্বাচনের ২৮ নভেম্বর ভোট গ্রহণের তারিখ রয়েছে। নির্বাচনের দিন যত কাছে আসছে তত প্রার্থীগণসহ ভোটাররা ভোটকেন্দ্রসহ সার্বিক বিষয় নিয়ে ভাবছেন। এতে উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জ্ঞানপাড়া গ্রামের ১৬ নং সঃ প্রাঃ বিদ্যালয় ভোট কেন্দ্রটি চরম ঝুকি মনে করছেন সংশ্লিষ্ট ভোটারগণসহ একাধিক সংরক্ষিত মহিলা সদস্য। তারা বলেন কেন্দ্রটি এবটি ঝুঁকিপূর্ণ স্থানে, ওখানে ভোট গ্রহনের দিন অপ্রতিকর ঘটনা ঘটতে পারে। তাই ওই কেন্দ্রটিতে প্রশাসনের কঠর নাজদারির দাবি করেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটারগণ।
একই ভাবে ঝুকি মনে করছেন চরদুয়ানি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড হোগলাপাশা গ্রামের ১৫ নং সঃ প্রাঃ বিদ্যালয় ভোট কেন্দ্রটি। কেন্দ্রটি অত্যন্ত ঝুকির কথা উল্লেখকরে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ আলমগির হোসেন বলেন উপজেলার অন্যান্য কেন্দ্রের চেয়ে ওই কেন্দ্রটিতে প্রশাসনের বেশি কঠর নজরদারি দেওয়া উচিৎ। তিনি বলেন, বর্তমান নির্বাচনকে কেন্দ্রকরে একটি পক্ষ ভোট কেটে নেওয়াসহ প্রকাশ্যে ভোট প্রদান করার হুমকি দিয়ে আসছে এবং এখন থেকেই আমার নেতা কর্মী ও সমর্থকদের ভোট কেন্দ্র যেতে বাধা দেওয়ার পরিকল্পনা করে আসছে। তাই কেন্দ্রটিতে প্রশাসনের অতিরিক্ত
নজরদারি দাবি করেন তিনি।
এছাড়া পাথরঘাটা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড নিজ লাঠিমারা গ্রামের ২৪ নং সঃ প্রাঃ বিদ্যালয় ভোট কেন্দ্রটি অত্যন্ত ঝুকির কথা উল্লেখ করে অাপেল প্রতীকের প্রার্থী মোঃ ছগির হোসেন বলেন নির্বাচনের শুরু থেকে অদ্য পর্যন্ত আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার লোকজ আমাকে প্রচার প্রচারণায় বাধা দেওয়াসহ আমার নেতা-কর্মী ও সমর্থকদের ওপর দফায় দফায় হামলা করায় আমি চরম ভাবে সঙ্কিত। তিনি বলেন, আমি এব্যাপারে একাধিকবার পাথরঘাটা উপজেলা রিটানিং কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে লিখিত অভিযোগ করেছি। তাই উক্ত কেন্দ্রটিতেও প্রশাসনের কঠর নজদারির দাবি করেন তিনি।
৫ নং রুহিতা গ্রামের রুহিতা মাঃ বিদ্যালয় ভোট কেন্দ্রটিও ঝুকিতে রয়েছে বলে জানান সংশ্লিষ্ট ইউপি সদস্য প্রার্থী মোঃ খলিলুর রহমান। তিনি বলেন, আমাদের কেন্দ্রটি অত্যন্ত ঝুকিতে রয়েছে। খলিল বলেন অনাকাঙ্খিত কোন ঘটনা থেকে রুহিতাবাসিকে রক্ষা করতে উক্ত কেন্দ্রটিতেও প্রশাসনের কঠর নজর দেওয়া উচিৎ। এরকম আরো কিছু ভোট কেন্দ্র ঝুকিতে আছে বলে মনে করেন উপজেলার সুশীল সমাজ। তারা মনে করেন ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলি এখনই চিহ্নিত করে প্রশাসনের নজরে আনা উচিৎ।
এব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল- মুজাহিদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন কেন্দ্রের গুরত্ব বুঝে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। পাথরঘাটা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আইউব আলী হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন ভোটারগণ যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারেন সে ব্যাপারে সকল ব্যবস্থা গ্রহন করা হবে। জানতে চাইলে চরদুয়ানি ইউনিয়নের ইউপি নির্বাচন রিটানিং কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, কোন কেন্দ্র ঝুকি মনে করলে সেখানে প্রশাসনের অতিরিক্ত নজরদারি থাকবে। তিনি বলেন, আপনার মাধ্যমে উক্ত কেন্দ্রের ঝুকির বিষয়টি অবগত হওয়ায় প্রশাসনকে আমি এখনই অবগত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করবো।