আ’লীগের দলীয় মনোনয়ন পেয়ে ঢাকা থেকে ফেরার পথে লোহাগড়ার কালনা ঘাটে পৌছালে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন লোহাগড়া উপজেলার আ’লীগের সহ-সভাপতি কাশিপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও নৌকার মাঝি শেখ মতিয়ার রহমান। আসন্ন লোহাগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী শেখ মতিয়ার রহমান দলীয় নেতা কর্মীসহ বুধবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা থেকে ফিরে লোহাগড়া উপজেলার কালনা ঘাটে পৌঁছান। এসময় হাজার হাজার নেতা-কর্মী ও তার ভক্তরা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।
পরে ৪ শতাধিক মোটরসাইকেল, নছিমন, করিমন ও প্রাইভেটকারসহ তরুণ-যুবক ভু-ভু জেলা বাজিয়ে কালনা ঘাট থেকে শুরু করে উপজেলা এলাকাসহ কাশিপুর এলাকা পর্যন্ত আনন্দ মিছিল করে।
কাশিপুর ইউপির আ’লীগের দলীয় মনোনয়ন প্রার্থী মতিয়ার রহমান বিডি২৪লাইভকে বলেন- আমাকে আ’লীগের দলীয় মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।