চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে দলীয় (নৌকা প্রতীক) প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরত মধ্যে বগুড়ার তিন উপজেলার ১৩ টি ইউনিয়ন রয়েছে। রবিবার দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তালিকা ঘোষণা করা হয়। এরআগে শনিবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
বগুড়ার তিন উপজেলার ১৩টি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন যারা-
বগুড়ার সদরের এরুলিয়া ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন শফিকুল ইসলাম। কাহালু উপজেলার সদর ইউনিয়নে এনামুল হক মিঠু, বীরকেদার ইউপিতে এস এম আকরাম হোসেন, মুরইল ইউপিতে হারেজ উদ্দীন, কালাই ইউপিতে আজহার আলী, মালঞ্চ ইউপিতে আব্দুল হাকিম, নারহট্ট ইউপিতে রুহুল আমিন তালুকদার বেলাল, পাইকড় ইউপিতে মিটু চৌধুরী এবং জামগ্রামে মনোয়ার হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন।
নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নে মখলেছুর রহমান (মিন্টু), ভাটগ্রামে জুলফিকার আলী, ভাটরা ইউপিতে মোরশেদুল বারী ও থালতামাঝগ্রামে হাফিজুর রহমান কে মনোনয়ন দেয়া হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।