মালয়েশিয়ায় এক সড়ক দুর্ঘটনায় মো. আশরাফুল মামুন নামের এক বাংলাদেশি সাংবাদিক আহত হয়েছেন। তিনি ‘মালয়েশিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের’ সভাপতি।
রোববার (৭ নভেম্বর) বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) আয়োজিত হাইকিং ট্যুরের সংবাদ সংগ্রহের জন্য রাওয়াংয়ের কানচিং জলপ্রপাতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
মালয়েশিয়া বাংলাদেশ প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, আহত আশরাফুল মামুনের চিকিৎসার বিষয়ে খোঁজ নিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ার। এছাড়া সোমবার হাইকমিশনারের পক্ষ থেকে মামুনের বাসায় তাকে দেখতে যান হাইকমিশনের কল্যাণ সহকারী মো. মুকছেদ আলী ও কাশেম।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আহমাদুল কবির, তথ্য ও গবেষণা সম্পাদক মো. আরিফুল ইসলাম। সে সময় তারা মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।