কুলাউড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন খছরুর মনোনয়ন দাখিলের সময় বিএনপি নেতা হাজী আনার উদ্দিনের ছবি ভাইরাল হওয়ায় দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে কুলাউড়া উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল স্বাক্ষরিত প্যাডে বরমচাল ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও উপজেলা বিএনপি’র কার্যকরী সদস্য হাজী আনার উদ্দিনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
জানা যায়, সোমবার (১ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করতে উপজেলায় যান আবুল হোসেন খছরু। এ সময় তার সাথে যোগ দেন বিএনপি নেতা আনার উদ্দিন। মনোনয়ন দাখিলের সময় খছরুর সাথে আনার উদ্দিনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।
পরে নৌকার প্রার্থী খছরুর সাথে মনোনয়নপত্র দাখিলের ছবির সত্যতা পাওয়ায় রোববার রাতে বিএনপি থেকে আনার উদ্দিনকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়াও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে আগামী ১৪ নভেম্বরের ভেতরে উপজেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেয়া হয়।