পতি’তাবৃত্তি বিলোপের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

পতি’তাবৃত্তি নারীদের দাস করে রেখেছে। এই প্রথা বিলোপ করা হবে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রোববার সোশ্যালিস্ট পার্টির তিন দিনের সম্মেলন শেষে বক্তব্য দেওয়ার সময় পেদ্রো সানচেজ এ প্রতিশ্রুতি দেন।

২০১১ সালে জাতিসংঘ জানায়, বিশ্বে পতি’তাবৃত্তিতে স্পেন তৃতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে প্রতি তিন জনে একজন পুরুষ পতি’তাদের কাছে যান। স্পেনের আগে রয়েছে থাইল্যান্ড ও ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র পোর্টো রিকো। খবর বিবিসির

স্পেনে বর্তমানে প্রায় তিন লাখ পতি’তা রয়েছে। ২০১৯ সালে সানচেজের পার্টি নির্বাচনের আগে মেনিফেস্টো প্রকাশ করেছিল। তাতে পতি’তাবৃত্তি নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এটাকে নারী ভোটারদের আকৃষ্ট করার পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল। তবে দুই বছর পার হয়ে গেলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্পেনসহ ইউরোপের ধনী দেশগুলোতেও ব্যাপকভাবে পতি’তাবৃত্তি চালু রয়েছে। সেসব দেশের রেড লাইট সিটির সড়ক দিয়ে হেঁটে যাওয়া খদ্দেরদের দেখে মনে হয়, তারা সত্যিই দাস কেনাবেচার কোনো বাজারে ঢুকেছেন।

দরিদ্র দেশগুলোর মতো সেখানকার পতি’তারাও দারিদ্রের কারণে এই পেশায় জড়িয়ে পড়ে বলে বিভিন্ন প্রতিবেদনে স্বীকার করা হয়েছে।