ওমানে ঘূর্ণিঝড়ে তিন প্রবাসী বাংলাদেশির মৃ’ত্যু

ওমানে ঘূর্ণিঝড় ‘শাহিন’-এর আঘাতে তিন প্রবাসী বাংলাদেশি নি;হ;ত হয়েছেন। এই তিন অভিবাসী শ্রমিকের মরদেহ গত মঙ্গল ও বুধবার উদ্ধার করেছে দেশটির প্রশাসন। শক্তিশালী ঘূর্ণিঝড়ে ওমান এবং ইরানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২ জন।

ওমানে নি;হ;ত; তিন বাংলাদেশি হলেন শামসুল ইসলাম (৫৫),আমজাদ হোসেন হৃদয় (২৮) ও জিলাল হোসেন (৪৫)। দেশটির সরকারের সূত্রে জানা গেছে, নিহতরা সবাই লক্ষ্মীপুর জেলার পার্বতীনগর ইউনিয়নের বাসিন্দা।

এদের মধ্যে রবিবার ঝড়ের তাণ্ডব শুরু হলে হৃদয়ের সন্ধান পাওয়া যাচ্ছিল না। বুধবার তার লা;শ পাওয়া যায়। আরেক নি;হ;ত বাংলাদেশি আমজাদ হোসেন ওমানের রাজধানী মাস্কাটের উপকূলীয় সাহাম শহরের একটি খে;জুর বাগানে কাজ করতেন।

ঘূর্ণিঝড় শাহিন গত রবিবার ওমান এবং ইরানে আ;ঘা;ত হানে। এতে উপকূলীয় এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়। ভারী বৃষ্টিতে দেখা দেয় আকস্মিক বন্যা। এতে অনেক গুরুত্বপূর্ণ রাস্তা;ঘাট তলিয়ে যায়।