উপসাগরীয় দেশ কাতার প্রবাসীদের জন্য চাকরির বিভিন্ন খবর তুলে ধরা হয়ে থাকে। যারা কাতারে আছেন ও কোনো চাকরির সন্ধান করছেন, তারা যেন খুব সহজে এই বিজ্ঞপ্তিগুলো দেখতে পারেন এবং আবেদন করার সুযোগ পান।
আজ ৬ অক্টোবর বুধবারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, কাতারে একটি কোম্পানিতে ভারী যানবাহনের ড্রাইভার, কার্পেন্টার, পেইন্টার, রাজমিস্ত্রি, প্লাম্বার, কার্পেট ইনস্টলার ও ওয়েলপেপার ইনস্টলার নিয়োগ দেওয়া হচ্ছে।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা কাজ করতে আগ্রহী, তারা এই কোম্পানিতে কাজের জন্য আবেদন করতে পারেন। কাতার প্রবাসী চাকরিপ্রত্যাশীদের জন্য নিচে চাকরির বিজ্ঞপ্তি তুলে ধরা হলো।
কাতারে ডাক্তার, নার্স ও এক্সরে টেকনিশিয়ান নিয়োগ
কাতারে একটি ক্লিনিকে ডাক্তার পদে (পুরুষ) এবং নার্স পদে (পুরুষ ও নারী) নিয়োগ দেওয়া হবে। এছাড়া X-Ray টেকনিশিয়ানসহ (পুরুষ ও নারী) আরও কিছু পদে নিয়োগ দেওয়া হচ্ছে।