মালয়েশিয়ায় স্বদেশি অ’পহরণের দায়ে ৪ বাংলাদেশি মৃ’ত্যুদণ্ডের মুখোমুখি

মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে অ;প;হরণ করে মুক্তিপণ দাবির দায়ে বাংলাদেশি নারী, তিনজন পুরুষ ও একজন মালয়েশিয়ান নারী এখন আদালতের বিচারে মৃ;ত্যুদ;ণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডাদেশের মুখোমুখি হয়েছেন।

এক নিরীহ বাংলাদেশিকে অপহরণ করে স্বজনের কাছে ৫০ হাজার রিংগিত (বাংলাদেশি ১০ লাখ টাকা) মুক্তিপণ দাবি করেছিলেন অপহরণকারীরা। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য প্রকাশ করেছে দেশটির জাতীয় দৈনিক ‘সিনার হারিয়ান’। এই পাঁচ অপহরণকারীকে মালয়েশিয়ার কাজাং ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির জন্য হাজির করা হয়েছিল।

পত্রিকাটির প্রতিবেদনে আরও বলা হয়, গত ৩০ আগস্ট রাতে জালান দামাই মেওয়াহ ১ এর পাসার মিনি মার্কেটের (মুদির দোকান) সামনে থেকে বাংলাদেশি সোহেল রানা (৩৯) নামে এক যুবককে অপহরণ করে এই পাঁচ অ;পহর;ণকারী।

অভিযোগ পেয়ে স্থানীয় পুলিশ কাজাং টেকনোলজি শহরের একটি বাড়ি থেকে সোহেলকে উদ্ধার করা হয়।অ;প;হরণ;কারীরা হলেন- বাংলাদেশি নাগরিক রায়হান হোসেন (২৮), সোরাফ মিয়া (৩৩), নুসরাত জাহান বিপাশা (২৬), মো. জসিম (৩২) ও তার মালয়েশিয়ান স্ত্রী ফরিদাহ জিয়া স্লী রমেশ (২৭)।

তাদের বি;রু;দ্ধে মালয়েশিয়ার অপহরণবিরোধী আইন ১৯৬১ এর ৩য় ধারার (ক) উপ-ধারায় স্থানীয় পুলিশ অভিযোগ দায়ের করেছেন। এই ধারায় তাদের অ;পরাধ প্রমাণিত হলে আদালত মৃ;ত্যুদ;ণ্ড কিংবা যা;বজ্জীবন কা;রাদণ্ডাদেশ দিতে পারেন এবং সঙ্গে দোররা মা;রার আদেশও হতে পারে বলে আ;দালত সূত্রে জানা গেছে।

বিচারক নুরুল হুসনাহ আমরা;নের বেঞ্চে মা;মলাটি পরিচালনা করা হচ্ছে। আসামি মো. রায়হান ও জসিমের পক্ষের আইনজীবী ছিলেন মিস্টার তান চেং ইয়েং এবং অন্য তিন আসা;মির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিল না।