করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতে যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য ভিজিট ভিসা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় দেড় বছর ভিজিট ভিসা স্থগিত থাকার পর আবার চালু হচ্ছে। কুয়েত সরকারের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
কুয়েতের সঙ্গে বিভিন্ন দেশের সরাসরি ফ্লাইট চালু হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে আরও সুরক্ষা বলয়। করোনাভাইরাস পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এখন। এ অবস্থায় আবারও চালু হচ্ছে ভিজিট ভিসা। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা।
বর্তমানে বাণিজ্যিক ও পারিবারিক ভিসা শুধু মন্ত্রিসভা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ইস্যু করা হচ্ছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে মানবিক দৃষ্টিকোণ থেকে পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হওয়ার জন্য, স্ত্রী, স্বামী বা সন্তানদের ভিজিট ভিসা দেওয়া হয়।
এদিকে কুয়েতে বর্তমানে ১ লাখ ৫০ হাজার আকামা লঙ্ঘনকারী রয়েছেন, বিমানবন্দর চালু হলে এবং তাদের জীবনযাত্রা স্বাভাবিক হলে সরকার তাদের গ্রেপ্তার করে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৩ লাখ ৯০ হাজার প্রবাসী দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েন। এতে তাদের আকামা মেয়াদোত্তীর্ণ হওয়ায় এবং বিমানবন্দর বন্ধ থাকায় তাদের নিজস্ব কর্মস্থলে ফিরতে পারেননি।