সিঙ্গাপুরের হাসপাতালে কাজ করছে অর্ধশতাধিক অত্যাধুনিক রোবট

বর্তমান বিশ্বে আধুনিকতার ছোয়া বিশ্বের সকল দেশে তার মধ্যে অন্যতম এশিয়ার দেশ সিসঙ্গাপুর । বিজ্ঞান ও প্রযুক্তি ধারাবাহিকতায় সিঙ্গাপুরের চাংগি জেনারেল হাসপাতালে বা সিজিএইচে সার্জারি থেকে শুরু করে প্রশাসনিক কাজ পর্যন্ত সব ধরনের কাজই রোবটের মাধ্যমে করা হচ্ছে।

স্বাস্থ্যসেবা সহায়ক এবং রোবটিক্স প্রযুক্তি বা সিএইচএআরটি এবং সিজিএইচ এর ডিরেক্টর সেলিনা শাহ বলেন, একহাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটির প্রায় সকল প্রকার কাজে নিয়জিত রয়েছে রোবটগুলো। সিএনএন

২০১৫ সালে রোবটের এই ব্যবহার চালু করা হলেও সম্পূর্ণ সংস্পর্শ ছাড়া চিকিৎসা করতে পারায় বর্তমানে করোনা পরিস্থিতিতে এটির প্রসার ঘটেছে অনেক।

শিল্পখাতে বিশ্বের সর্বাধিক রোবট ব্যবহারকারী দেশ সিঙ্গাপুর, যেখানে প্রতি ১০০ জন কর্মীর মধ্যে ৯টি রোবট কাজ করছে।

এ সকল রোবটগুলো মূূলত ইলেক্ট্রনিক খাতে ব্যবহার করা হচ্ছে। বর্তমানে সেলিনা আশা করছেন, রোবটগুলো চিকিৎসা ক্ষেত্রেও আরো নিখুঁত, সাশ্রয়ী এবং উচ্চমানের সেবা প্রদান করতে পারবে।

সেলিনা শাহ বলেন, করোনা পরিস্থিতিতে এবং কম জনবলে অধিক সেবা দানের প্রয়োজনের কারণে কার্জক্ষেত্রে রোবটের ব্যবহার নিয়ে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনে রোবটের ব্যবহার এখন খুবই স্বাভাবিক হয়ে এসেছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী