সৌদিতে নকল রিয়াল তৈরি, তিন প্রবাসী আটক

উপসাগরীয় দেশ সৌদি আরবের ইস্টার্ন প্রদেশে নকল রিয়াল তৈরি করার চক্রের চার জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর মাঝে তিন জন প্রবাসী ও এক জন সৌদি আরবের নাগরিক রয়েছেন।

উপসাগরীয় এই দেশটির ইস্টার্জ রিজিয়ন এর পুলিশ বিভাগের মুখপাত্র লেফটেন্যান্য কর্ণেল মোহাম্মাদ আল-শাহরি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বেশ কিছু সময় ধরে তদন্ত করে দাম্মাম পুলিশের সহায়তায় নকল রিয়াল তৈরি ও বাজারজাত করা চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে ২ জন ফিলিস্তিনি নাগরিক, ১ জন ইজিপশিয়ান নাগরিক, এবং ১ জন সৌদি নাগরিক রয়েছেন। প্রতারক চক্রের সদস্যদের সকলের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে।

আটক এর সময় অপরাধীদের সাথে ২১ হাজার নকল সৌদি রিয়াল, নকল রিয়াল তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম, এবং মাদক উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ বাহিনীর মুখপাত্র।

এদিকে সৌদি আরবের বিভিন্ন স্থানে ২০১৯ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ২ বছরে অন্তত ৩ হাজার ৪৩৭ বাংলাদেশি মারা গেছেন। মধ্যপ্রাচ্যের এই দেশটির জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদন অনুসারে, যারা মারা গেছেন তাদের মধ্যে দুই হাজার ৪৪৮ জনকে পরিবারের অনুমতিসাপেক্ষে সৌদি আরবে দাফন করা হয়েছে। বাকি ৯৮৯ জনের লা;শ দেশে ফেরত পাঠানো হয়েছে।