সৌদি আরবে কর্মীদের জন্য প্রোফেশনাল ভেরিফিকেশন চালু করা হচ্ছে

গত ১ জুলাই থেকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্মীদের জন্য “প্রোফেশনাল ভেরিফিকেশন” প্রোগ্রাম চালু করেছে। কোন কর্মী নির্দিষ্ট কাজ করার জন্য পর্যাপ্ত কর্মদক্ষতা রাখেন কিনা তা যাচাই করার জন্যই এই প্রোগ্রাম চালু করা হয়েছে।

এদিকে সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত হওয়া একটি প্রজ্ঞাপন এর মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে মন্ত্রণালয়। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী আবদুল্লাহ বিন নাসের আবু থানিন জানান, সৌদি আরবের শ্রমবাজারের মান ও কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়।

বিভিন্ন কাজ এবং সেবার মান বৃদ্ধির পাশাপাশি মোট উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, অদক্ষ কর্মীদের শ্রমবাজারে প্রবেশ রোধসহ বর্তমানের কর্মীদের কর্মদক্ষতা আরো বৃদ্ধি করা এই প্রোগ্রামের লক্ষ্য।

প্রসঙ্গত, “প্রোফেশনাল ভেরিফিকেশন” প্রোগ্রাম এর মাধ্যমে কোন কর্মী তার কাজ ঠিকমতো করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ধারণ করেন কিনা, সেটা যাচাই করবে। বিভিন্ন ব্যবহারিক এবং থিওরি পরীক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে কর্মীর দক্ষতা ও কর্মদক্ষতা যাচাই করা হবে।

সৌদি আরবের চাকুরীর বাজারে ২৩ টি চাকুরীর সেক্টরে প্রায় ১ হাজার ভিন্ন ভিন্ন চাকুরীর পদ রয়েছে, এবং মন্ত্রণালয় একে একে সকল পদে কর্মরত কর্মীর কর্মদক্ষতা যাচাই করবে।

প্রোগ্রামটি দুই ভাগে কাজ করবে। প্রথম ভাগে সৌদি আরবে কোন প্রোফেশনাল কর্মী প্রবেশ এর পূর্বে তাদের নিজ নিজ দেশে আন্তর্জাতিক পরীক্ষণ কেন্দ্রগুলোর সহায়তায় কর্মীর দক্ষতা এবং কর্মদক্ষতা যাচাই করবে মন্ত্রণালয়।

দ্বিতীয় ভাগে সৌদি আরবের স্থানীয় পরীক্ষণ কেন্দ্রগুলোর সহায়তায় বর্তমানে সৌদি আরবে কর্মরত কর্মীদের দক্ষতা ও কর্মদক্ষতা যাচাই করবে মন্ত্রণালয়।

এই প্রোগ্রামটির শুরুতে যাচাই করা হবে ৩ হাজার বা তার বেশি কর্মীসর্বশ্ব কোম্পানিগুলোতে কর্মরতদের মাধ্যমে। এরপরে ধীরে ধীরে ৫০০ থেকে ২৯৯৯ জন কর্মী কাজ করছেন এরকম কোম্পানি, এরপরে মাঝারী কোম্পানি অর্থাৎ যেসকল কোম্পানিতে ৫০ থেকে ৪৯৯ জন কর্মী কাজ করছেন, সেসকল কোম্পানির কর্মচারিদের দক্ষতা যাচাই করবে।

সর্বশেষে যেসকল কোম্পানিতে ৬ থেকে ৪৯ জন কর্মচারি কর্মরত রয়েছেন এবং তারপরে ৫ জন বা তার চাইতে কম কর্মচারি বিশিষ্ট কোম্পানির কর্মচারিদের দক্ষতা এবং কর্মদক্ষতা এই “প্রোফেশনাল ভেরিফিকেশন” প্রোগ্রামের অধীনে যাচাই করবে মন্ত্রণালয়।