কঠোর লকডাউনে প্রবাসীদের যাতায়াতের নিয়ম

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে শুরু হওয়া লকডাউনের মধ্যেও যাতায়াত করতে পারবেন প্রবাসী ও বিদেশগামী কর্মীরা। এক্ষেত্রে তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। চলাচলের সময়, পাসপোর্ট, ভিসা, টিকেট, বিএমইটি স্মার্টকার্ড, করোনা পরীক্ষার সনদ ইত্যাদি সাথে রাখতে হবে।

রবিবার (২৭জুন) জারি করা প্রজ্ঞাপনে আগের ধারাবাহিকতায় নির্দেশনা বলত রয়েছে। সেইসাথে নতুন কিছু পরিবর্তনও আনা হয়েছে। আর আন্তর্জাতিক ও অভ্যন্তরিণ রুটে উড়োজাহাজ চলাচল থাকছে একই নিয়মে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান প্রবাস বার্তাকে জানান, সোমবার থেকে শুরু হওয়া লকডাউনে উড়োজাহাজ চলাচলে কোন পরিবর্তন আসছে না। যেভাবে চলছে, সেটাই থাকছে। তবে, বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হলে, প্রজ্ঞাপন দেখে নির্দেশনা দেয়া হবে।

এদিকে, নতুন প্রজ্ঞাপনে সোমবার থেকে দেশে মানুষ ও যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যাতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে।

সকল শপিং মল, মার্কেট, দোকানপাট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং সব ধরনের বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেলে রেস্তঁরা সকাল ৮টা থেকে রাত ৮ট পর্যান্ত খোলা থাকবে। এসব হোটেল-রেস্তঁরা শুধুমাত্র খাবার বিক্রয় করতে পারবে। হোটেল রেস্তঁরায় বসে কেউ খেতে পারবেন না।

সরকারি-বেসরকারি সকল অফিস ও প্রতিষ্ঠান শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন আনা-নেওয়া করবে।