আজও সৌদি যেতে পারেনি অনেক প্রবাসী

সৌদি যেতে হোটেল বুকিং নিয়ে জটিলতা চরমে পৌঁছেছে।টিকিট, ভিসা ও করোনা টেস্ট করার পর বুধবারও যাত্রা করতে পারেননি অনেক প্রবাসী।এখন আর হোটেল বুকিং দেবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে এয়ারলাইন্সের পক্ষ থেকে।এতে আকামার মেয়াদ বাড়লেও সৌদিতে যেতে অনিশ্চয়তা কাটছেই না তাদের।

গত ২০ মে থেকে সৌদি আরবগামী যাত্রীদের হোটেলে কোয়ারেন্টাইনের নিদের্শনা কার্যকরের পর থেকে শুরু হয় প্রবাসীদের ভোগান্তি।২৪ মে পর্যন্ত প্রথম চার দিন কারওয়ানবাজার ও শাহজালাল বিমানবন্দরে সৌদি এয়ারলাইন্স থেকে বুকিং দেওয়া হলেও মঙ্গলবার থেকে চরমে উঠে ভোগান্তি।এ দুই জায়গায় ধর্না দিয়েও হোটেল বুকিং দিতে পারেননি কেউ।

যাত্রীদের বলা হয়, নিজ নিজ কফিলের (নিযোগকর্তা) মাধ্যমে হোটেল বুকিং দিতে হবে।এ অবস্থায় বুধবারও সৌদি আরবগামীরা টাকা নিয়ে বিমানবন্দরে এসেও হোটেল বুক করতে না পারায় যেতে পারেননি বেশিরভাগ।