সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ দল। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ (২৩ মে)। ওয়ানডে সুপার লিগের অন্তর্গত সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক তামিম ইকবাল।
আইসিসি ওয়ানডে সুপার লিগে এটি বাংলাদেশের সপ্তম ম্যাচ। এর আগে ছয়টি ম্যাচ খেলে তিনটি ম্যাচে জিতেছে টাইগাররা। ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার ক্ষেত্রে বড় ভূমিকা থাকবে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের।
ম্যাচ শুরুর প্রাক্কালে শ্রীলঙ্কার বোলিং কোচ চামিন্দা ভাস, পেস বোলিং অলরাউন্ডার ইসুরু উদানা ও তরুণ পেসার শিরান ফার্নান্দোসহ দুই দলের সাথে যুক্ত ৫ জন করোনা পজিটিভ শনাক্ত হন।
তবে দ্রুত আরেকটি পরীক্ষা করা হলে ৫ জনের মধ্যে ৪ জনই নেগেটিভ হিসেবে শনাক্ত হলে নির্ধারিত সূচিতে ম্যাচ আয়োজন নিয়ে সংশয় দূর হয়। প্রথম ওয়ানডেতে টাইগার একাদশে জায়গা মেলেনি সৌম্য সরকারের। তিন পেসার ও দুই অলরাউন্ডারকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।