চিকিৎসা চলছে রওশনের

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের শারীরিক অবস্থা স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন তার ছেলে সাদ এরশাদ।

জাপার যুগ্ম-মহাসচিব সাদ এরশাদ বলেন, আম্মার অন্যকোনো শারীরিক সমস্যা নেই। বয়সজনিত শারীরিক সমস্যা এবং প্রচণ্ড গরমে তার ডি-হাইড্রেশন দেখা দিয়েছে। সেইগুলোরই চিকিৎসা চলছে।

শুক্রবার (৭ মে) বিকেলে সাদ এরশাদ ঢাকা পোস্টকে বলেন, আজকে ৯ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সেই অনুযায়ী চিকিৎসা চলছে। আরও কতদিন হাসপাতালে থাকতে হবে সেটা এখনও বলা সম্ভব নয়।

রওশন এরশাদ স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন উল্লেখ করে সাদ এরশাদ বলেন, স্বাভাবিকভাবে তিনি হাঁটাচলা করতে পারছেন।

গত ২৯ এপ্রিল রাতে রওশন এরশাদেকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও সেই সময় দলের সিনিয়র নেতাদের কেউ তার হাসপাতালের ভর্তির বিষয়ে জানতেন না।

ওইদিন বিরোধী দলীয় নেতার একান্ত সচিব মামুন হাসান জানান, রওশন এরশাদের করোনা টেস্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।