করোনা আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে। নিয়ম অনুযায়ী পাসপোর্টের জন্য ফিঙ্গার প্রিন্ট ও আবেদনকারীর স্বাক্ষর থাকা বাধ্যতামূলক হলেও বেগম জিয়ার ক্ষেত্রে সেই শর্ত শিথিল করা হয়েছে। যদিও তিনি এখন করোনামুক্ত হয়েছেন।
জানা গেছে, খালেদা জিয়ার পাসপোর্টের ফি জমা দেয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই সেটি দেয়া হবে। ২০১৯ সালে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বিএনপি নেত্রীর।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে বলেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তার পক্ষে আবেদন করা হয়েছে। নিয়ম অনুযায়ী তিনি দ্রুততম সময়ে পাসপোর্ট পাবেন।
আরও পড়ুন=করোনার ভয়াবহ তান্ডবে বিপর্যস্ত ভারত। করোনার কারণে এবারের আইপিএলের আসর স্থগিত করা হয়েছে।
ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (৬ মে ) বিকেলে বাংলাদেশের দুই ক্রিকেটারকে বহনকারী চাটার্ড বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর থেকে সরাসরি কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উঠবেন তারা। সেখানে সরকারের নির্দেশনা মেনে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে তাদের।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অংশ নিয়েছিলেন সাকিব-মুস্তাফিজ। ১৪তম আসর স্থগিত হওয়ার পর দেশে ফিরতে হলো তাদের।