করোনায় সবচেয়ে নিরাপদ দেশ সিঙ্গাপুর

করোনাভাইরাস মহামারির মধ্যে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ বিবেচিত হয়েছে সিঙ্গাপুর। ব্লুমবার্গের কোভিড সহনশীলতা র‍্যাংকিংয়ে সম্প্রতি নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে এশিয়ার এ দ্বীপরাষ্ট্রটি। ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

গত বছরের নভেম্বরে কোভিড সহনশীলতা র‍্যাংকিং চালু করে ব্লুমবার্গ। করোনাভাইরাসের মহামারির মধ্যে কোন দেশগুলো অপেক্ষাকৃত নিরাপদ, তার তালিকা করতেই এটি চালু করে বিশ্বখ্যাত এ সাময়িকী। প্রতিমাসে এ র‍্যাংকিং প্রকাশ করা হয়।

ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাস সংক্রমণ শূন্যের কোঠায় নামানোর পাশাপাশি এশিয়ার মধ্যে দ্রুততম গতিতে টিকাদান চালিয়ে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর।

সিঙ্গাপুরে স্থানীয়ভাবে সংক্রমণ শূন্যতে নেমে এসেছে। আর ইতোমধ্যেই দেশটির এক পঞ্চমাংশ মানুষ টিকা নিয়েছেন। ব্লুমবার্গ র‍্যাংকিং অনুযায়ী, শীর্ষ তিন দেশ হচ্ছে- সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দেশ তিনটি ইতোমধ্যে নিজ দেশের জনগোষ্ঠীকে আন্তর্জাতিক ভ্রমণ বাদে প্রাক-মহামারি সময়ের মতো জীবনযাপন করতে দিতে সক্ষম হয়েছে। এর ফলে ভাইরাসটি আবার ফিরে আসার আশঙ্কাও ঠেকানো গেছে।

র‍্যাংকিংয়ে স্থান পাওয়া ৫৩টি দেশের মধ্যে ভারতের অবস্থান ৩০তম। বাংলাদেশের অবস্থান ৪১তম। আর সবচেয়ে নিচে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড ও ব্রাজিল।