আমিরাতে এবার ঈদের ছুটি কতদিন

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মুসলমানরা পবিত্র রমজান মাসে (১৩ এপ্রিল থেকে) প্রতিদিন ১৪ ঘণ্টার বেশি সময় রোজা রাখছেন। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভের আশায় রোজা রাখেন ও তারাবি নামাজসহ নানা ইবাদত করেন।

ইতোমধ্যে ১০ রোজা অতিবাহিত হয়েছে। এখন সামনে আসছে ছুটির কথা। আমিরাতের অফিসিয়াল হলিডে ক্যালেন্ডার অনুসারে, যদি রমজান মাস ২৯ দিনের হয় তবে ১১ মে মঙ্গলবার থেকে ১৪ মে শুক্রবার পর্যন্ত দেশটির বাসিন্দারা চার দিনের ছুটি পাবেন। আর যদি রমজান ৩০ দিনের হয় তবে আমিরাতের বাসিন্দারা ১১ মে মঙ্গলবার থেকে ১৫ মে শনিবার পর্যন্ত পাঁচ দিনের ছুটি পাবেন।

করোনাভাইরাসের কারণে দেশটিতে নানা ধরনের বিধিনিষেধ কারণে এ বছর রমজান মাস বা ঈদ অন্য সব বছরের মতো হচ্ছে না। করোনার কারণে গত বছরও অনেকটা ঘরোয়াভাবে দেশটিতে ঈদ উদযাপিত হয়েছে। এবারও ঈদের দিন দেশটিতে অবস্থানরত প্রবাসী ও নাগরিকদের সব বিধিনিষেধ মেনেই ঈদ পালন করতে হবে।