২৬ এপ্রিল থেকে ইতালিতে ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি

দীর্ঘ লকডাউনে চরম অর্থনৈতিক মন্দার কবলে ইতালি। মন্দা কাটিয়ে উঠতে আগামী ২৬ এপ্রিল থেকে ব্যবসা প্রতিষ্ঠানসহ সব কিছু খোলার প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার।

ইতালিতে করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও অর্থনীতির গতি বাড়াতে ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ব্যাপক আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দ্রুতই ঘোষণা আসতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, ব্যবসা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেওয়া হলেও বেশ কিছু শর্ত আরোপ করতে পারে সরকার। এর মধ্যে রেস্টুরেন্টের ভেতরে বসে কেউ খেতে পারবে না, দূরত্ব বজায় রেখে চারজনের বেশি এক টেবিলে বসতে পারবে না। রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে সব দোকানপাট। এরপর থেকে শুরু হবে কারফিউ।

করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ইতালি অন্যতম। মরণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অসংখ্য মানুষ। পরিস্থিতি সামাল দিতে লকডাউনের ঘোষণা দেয় সরকার। যার প্রভাব পড়ে দেশের অর্থনীতিতে। লকডাউনে চরম লোকসানে পড়েন পর্যটন ও রেস্টুরেন্ট খাতের ব্যবসায়ীরা। ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে সম্প্রতি আন্দোলনে নামেন তারা। এরই পরিপ্রেক্ষিতে ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নেয় সরকার।

উল্লেখ্য, ইতালিতে এখন পর্যন্ত ৩৮ লাখ ৭৮ হাজার ৯৯৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ২৪৩ জন। দেশটিতে এখনো সক্রিয় করোনা রোগী ৪ লাখ ৯৩ হাজার ৪৮৯ জন।