জেদ্দায় সীমিত পরিসরে চলছে ইফতারসামগ্রীর বেচাকেনা

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো করোনাভাইরাস আতঙ্কে সৌদি আরবও। দেশটির অন্যান্য স্থানের মতো জেদ্দার ইফতার বাজারে ক্রেতা ও বিক্রেতারাও করোনা আতঙ্কে ভুগছেন।

করোনাভাইরাস আতঙ্কে সৌদি আরবের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আতঙ্ক কাজ করছে।

করোনার প্রভাব পড়েছে এবারের ইফতার আয়োজনেও। এরই মধ্যে নানা বিধিনিষেধ আরোপ করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপরও সীমিত আয়োজনে চলছে ইফতারসামগ্রীর বেচাকেনা।

জেদ্দায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কাজ শেষে ঘরে ফিরে যথেষ্ট সময় না পাওয়ায় ইফতারসামগ্রীর জন্য বাংলাদেশি দোকানগুলোতেই ভরসা করেন। তবে করোনা মহামারিতে বেশ বিপাকে রয়েছেন তারা।

তারপরও প্রবাসীরা জানান, পরিবার-পরিজন ছেড়ে সৌদি আরবে থাকলেও জেদ্দার ইফতার আয়োজনে খুঁজে পান স্বদেশের ঘ্রাণ।