পুলিশ ব্যারিকেডের মধ্যেই বিএনপির সমাবেশ!

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে পুলিশি ব্যারিকেডের মধ্যেই জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ চলছে। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশটি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সমাবেশের আয়োজন করে।

সমাবেশ সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার-কথা থাকলেও সকাল থেকেই সমাবেশকে কেন্দ্র করে খন্ড খন্ড মিছিলে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। এখনও সমাবেশ স্থলে বিএনপি কর্মীরা দলে দলে আসছেন। সমাবেশকে ঘিরে প্রেসক্লাব, কদম ফোয়ারা, পুরানা পল্টন মোড়, সচিবলয়সহ আশপাশের এলাকায় ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সমাবেশে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।