বিমানবন্দরে করোনার ভু’’য়া সনদ নিয়ে দুবাই প্রবাসী আ’ট’ক

করোনার ভু’য়া সনদ নিয়ে বিদেশ যাওয়ার সময় এক যাত্রীকে আ’ট’ক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার (৮ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার জাল সনদ নিয়ে দুবাই যাওয়ার সময় এক দুবাইগামী যাত্রীকে আ’টক করা হয়।

এদিকে গতকাল রাতেও এক যাত্রীকে ভু’য়া সনদ নিয়ে বিদেশ যাওয়ার সময় আ’টক করে বিমানবন্দর কর্তৃপক্ষ। আটককৃতদের ৫ হাজার টাকা করে জরিমানা করে হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।

বিমানবন্দর ম্যাজিস্ট্রেট জানায়, কোভিড টেস্ট করানোর পর যাদের রেজাল্ট প’জিটি’ভ আসে তাদের সনদটি প্রিন্ট করলে রেজাল্টের ঘরে লাল বর্ডারের বক্সের ভিতর মোটা হরফে প’জি’টিভ লেখা দেখা যায়। স্বল্পশিক্ষিত একজন মানুষও সনদটি হাতে নিয়ে একবার চোখ বুলালেই বুঝতে পারবেন যে সনদের বাহক করোনা প’জি’টিভ। ভু’য়া করোনা সনদ নিয়ে কোন ভাবে বিদেশ যাওয়া এখন আর সম্ভব নয়।