ওবায়দুল সাহেব আমি রাজাকারের সন্তান নই

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপর ক্ষোভ প্র’কাশ করে ছোট ভাই কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদের সাহেব আমি রাজাকারের সন্তান নই। আপনি পদ-পদবির জন্য মেনে নিতে পারেন, আমি মেনে নেব না।

মঙ্গলবার (৯ মা’র্চ) সকালে বসুরহাটে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় তিনি বসুরহাটের চলমান প’রিস্থিতি স’স্পর্কে অবহিত করেন। তিনি বলেন, আমা’র রাজনীতির উৎসাহদাতা বঙ্গব’ন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দুই রত্ন সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল।

এরা দেশকে ভালোবাসেন। আমি তাদেরকেই অনুসরণ করি। তিনি আরও বলেন, ‘আমি মুজিবশতবর্ষ পা’লনের জন্য মেলা ও সাংস্কৃতিক মঞ্চ করেছি। বাদল-রাহাতের নেতৃত্বে সোমবার (৮ মা’র্চ) রাতে অ’স্ত্রধারীরা সেটা ভে’ঙে দিয়েছে। তারা সিসি ক্যামেরা ভে’ঙেছে, অ’স্ত্রহাতে দোকান-অফিস ভাংচুর করেছে।

কাদের মির্জা অ’ভিযোগ করে বলেন, সাংবাদিক মুজাক্কির হ’ত্যার ঘ’টনায় দুইজনকে আ’টক করা হলেও একজনকে ছে’ড়ে দিয়েছে। এ হ’ত্যাকা’ণ্ডকে কেউ কেউ ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছেন। জজ মিয়া নাটকের ষড়যন্ত্র চলছে। আমি সেটা মানবো না।

তিনি দা’বি করেন, সাংবাদিক মুজাক্কির হ’ত্যার ঘ’টনা এনএসআই/ডিজিএফআই দিয়ে তদ’ন্ত ক’রতে হবে। তা নাহলে ঢাকা থেকে বিচার বিভাগীয় তদ’ন্তের ব্যব’স্থা ক’রতে হবে। অন্যথায় এ হ’ত্যাকা’ণ্ডের সুষ্ঠু বিচার না হলে আমি জনগণকে সাথে নিয়ে তুমুল আন্দোলন গড়ে তুলবো।

কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জে আওয়ামী রাজনৈতিক ক’র্মকাণ্ড স্থগিত থাকলেও একটি পক্ষ প্রশা’সনের ছত্রছায়ায় নানা অপক’র্ম করে যাচ্ছেন। আমাকে আমা’র নেত্রী (শেখ হাসিনা) বলেছে, তুমি চুপ থাকো, আমি বিষয়টা দেখছি। এজন্য আমি কোনো ক’র্মসূচি দেইনি। ৭ মা’র্চের অনুষ্ঠান শুধু ফুল দিয়ে ক’র্মসূচি শেষ করেছি।

সংবাদ সম্মেলনে কাদের মির্জার অনুসারী উপজে’লা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মো. ইউনুস, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, উপজে’লা যুবলীগ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু, ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমানসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।