মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসকে সম্পূর্ণ ডিজিটাল করা ও প্রবাসীদের পাসপোর্ট বিতরণের তারিখ ঘোষণা

‘কৃ’ত্রিম বু’দ্ধিমত্তা’ চালুর মাধ্যমে বিশ্বের প্রায় ৭৫টি বাংলাদেশ দূ’তাবাসের মধ্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন হবে প্রথম সম্পূর্ণ ডিজিটাল হাইকমিশন। যার মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী

বাংলাদেশিরা যে কোন স্থান থেকেই সংযু’ক্ত হয়ে এই সেবা নিতে পারবে। অনলাইনে ‘স্ব’য়ংক্রি’য় প’দ্ধতিতে কয়েক সে’কে’ন্ডের মধ্যেই সেবার সব ধরণের প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন তারা। এর মধ্যদিয়ে সারা বিশ্বে

বাংলাদেশের দূতাবাসগুলোর মধ্যে মালয়েশিয়ার দূ’তা’বাস হবে সম্পূর্ণ ডিজিটাল দূতাবাস। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইক’মিশন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় এ মন্ত’ব্য করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারওয়ার। স্থানীয় সময় রোববার (৭ মার্চ) সকাল ১০টায় কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় প্রথম অধিবেশন। এরপর মহান মু’ক্তিযো’দ্ধে শ’হী’দদে’র আ’ত্মা’র উ’দ্দে’শ্যে এবং দেশ ও জা’তীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম।

২য় অধিবেশনের আ’লো’চনা সভায় উপ’স্থিত স’কলকে জাতির জ’নক বঙ্গব’ন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষ’ণটি বড় পর্দা’য় ভি’ডিও চিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়। এসময় স’ভাপ’তির ব’ক্তব্যে হাইকমিশনার বলেন, ১৯৭১ সালের ওই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমগ্র জাতিকে উ’দ্বু’দ্ধ করে স্বাধীনতার এবং সার্বভৌম দেশ প্রতিষ্ঠার জন্য লাখো জনতার মাঝে তৎকালীন রেস’কোর্স ম’য়দা’নে ঐতিহাসিক ভাষণ দেন।

বিশাল জনসমাবেশে বাঙালি জাতিকে স্বাধীনতা যু’দ্ধে’র জন্য চূড়া’ন্ত প্রস্তু’তি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি আরও জানান, দেশে ছু’টিতে গিয়ে যে সকল প্রবাসী আ’ট’কে আছেন তাদেরকে মাই ট্রা’ভেল পাস এ্যাপসের মাধ্যমে আবেদনের ভিত্তিতে পর্যায়’ক্রমে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতোম’ধ্যে শুরু হয়েছে। তবে এটি নির্ভ’র করছে সম্পূর্ণ নিয়ো’গকর্তার উপর। এজন্য সবাইকে যার যার নিয়ো’গক’র্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন হাইকমিশনার। এছাড়াও মালয়েশিয়ার পোস্ট লা’জুর মাধ্যমে এ মাসের ‘মা’ঝা’মা’ঝি’ থেকে পাসপো’র্ট হস্তান্ত’রের প্রক্রিয়া’ শুরু হবে বলে মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে হাইকমিশন প্রতি’নিয়ত প্রবা’সীদের সেবা-দানের জন্য কাজ করে যা’চ্ছে বলে জানান হাইকমিশনার মো. গোলাম সারওয়ার। দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান রুহুল অমিনের প্রাণবন্ত উপস্থাপনায় ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাঠা’নো বাণী পাঠ করেন যথা’ক্রমে’ দূ’তাবাসের উপ হাইকমিশনার মো. খোরশেদ আলম খা’স্তগীর এবং শ্রম কাউন্সেলর মো. জহিরুল ইসলাম।

এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দূতাবা’সের প্রতি’রক্ষা উপদেষ্টা কমো’ডর মো’স্তাক আহ’মেদ, শ্রম শাখার কাউন্সেলর (২) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, কাউন্সেলর মাসুদ হোসা’ইন, পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সেলর মো. মশিউর রহমান তালুক’দার, বাণি’জ্য শাখার কাউন্সেলর মো. রাজিবুল আহসান, দূতাবাসের কাউন্সেলর তাহমিনা ইয়াছমিন, শ্রম শাখার প্রথম সচিব মো. ফরিদ আহমদসহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।