কুয়েতে এই সকল ক্যাটাগরির শ্রমীকেরা আকামা পরিবর্তন করতে পারবে অনুমতি পত্র ছাড়াই

কুয়েতে কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিক্তিতে বলা হচ্ছে ফ্যমালি ভিসার লোক সহ আকদ হুকুমা, জেলে, মাসনা ও কয়েক ক্যাটাগরির শ্রমীকেরা তাদের আকামা পরিবর্তন করতে পারবে কোন ধরনের অনুমতি পত্র ছাড়াই।

প্রকাশিত সিংবাদে বলা হয়েছে, ২০১৫ সালের প্রশাসনিক রেজোলিউশন নং (৮৪২) এর বিধানগুলির সংশোধনী অনুসারে কাজ করবে।

এখন পর্যন্ত কোন কোন ভিসার লোক এই আইনের আওতায় আসবে তা এখনো পরিস্কার করে বলা হয়নি।

আল-রায়ের প্রকাশিত সংবাদে বলা হয়েছে, করোনা কালীন সময়ে কুয়েতে শ্রমীকের সংখ্যা কমে যাওয়া তে এই আইন কিছু কিছু সেক্টর থেকে স্থানান্তরের অনুমতি দিতে পারে।

সবাইকে অনুরোধ করবো, কুয়েতের আইন ঘন্টায় ঘন্টায় পালতানো হয়, তাই সম্পূর্ণ না জেনে কেও নিউজ প্রকাশ করবেন না। ইনশাল্লাহ, আমরা সত্যতা যাচাই করেই নিউজ আকারে লাইভের মাধ্যমে আরো ভাল ভাবে বুঝিয়ে দেব।