যে সকল ইস্যু নিয়ে মাঠে নামছে বিএনপি

দীর্ঘ ১২ বছর যাবত ক্ষ’মতার বাইরে রয়েছেন বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। করো’না ম’হামা’রি শুরুর পর থেকে কয়েক মাস সাংগঠনিক ক’র্মকাণ্ড স্থগিত ছিলো দলটির। প’রিস্থিতি কিছুটা স্বা’ভাবিক হওয়ায় নানা ইস্যুতে মাঠে নামছে বিএনপি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সরকারের পদত্যা’গ, নির্বাচন কমি’শন পুনর্গঠনের দা’বি ও জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বা’তিলের সিদ্ধা’ন্তের বি’রুদ্ধে প্রতিবাদও থাকছে মূল ইস্যু। ইতোমধ্যে পাঁচ বিভাগীয় শহরে সমাবেশের ক’র্মসূচি ঘো’ষণা করা হয়েছে। ক’র্মসূচিকে কে’ন্দ্র করে বড় ধ’রনের শোডাউনের প্র’স্তুতি নেওয়া হচ্ছে। এছাড়াও ধাপে ধাপে আ’সছে বিএনপির ক’র্মসূচি, থাকছে মানবব’ন্ধন ও বিক্ষোভ ক’র্মসূচি।জা’না গেছে, বিভাগীয় শহরের ৬ সিটি করপোরেশনে ক’র্মসূচিকে কে’ন্দ্র করে বড় ধ’রনের শোডাউনের প্র’স্তুতি নেওয়া হচ্ছে। এসব সমাবেশে নেতাক’র্মী দের সর্বোচ্চ উপ’স্থিতি দে’খতে চেয়েছেন দলটির নীতিনির্ধারকরা। এজন্য বিভাগীয় নেতাদের ইতোমধ্যে কে’ন্দ্র থেকে নির্দে’শনাও দেওয়া হয়েছে। প্রতিটি সমাবেশে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে যোগ দেবেন মেয়র প্রার্থীরা। পথে পথসভা করারও সিদ্ধা’ন্ত হয়েছে। সমাবেশ ছাড়াও নানা ইস্যুতে প্রতি সপ্তাহে অ’ন্তত একদিন রাজধানীসহ সারা দেশের মহানগর ও জে’লায় বিক্ষোভ ও মানবব’ন্ধন ক’র্মসূচিও পা’লন করা হবে।আগামী ১৮ ফেব্রুয়ারি সমাবেশ হবে বরিশালে, খুলনায় ২৭ ফেব্রুয়ারি, রাজশাহীতে ১ মা’র্চ, ঢাকা মহানগর উত্তরে ৩ মা’র্চ এবং দক্ষিণে ৪ মা’র্চ। প্রথম সমাবেশ হওয়ার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে। কিন্তু এ সমাবেশ স্থগিত করা হয়। ২০ অথবা ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সমাবেশ হওয়ার কথা রয়েছে।সূত্র জা’নায়, বিএনপি হাইকমান্ড মূলত মেয়র প্রার্থীদের সামনে রেখে সমাবেশ সফল ক’রতে চাইছে। সে অনুযায়ীই বিভাগীয় নেতাদের নির্দে’শনা দেওয়া হয়েছে। এছাড়াও কে’ন্দ্র থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে দলীয় কাউন্সিলর প্রার্থীদেরও সমাবেশগুলোতে যোগ দিতে বলা হয়েছে। প্রতিটি বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসাবে থাকবেন দলের স্থা’য়ী কমিটির একজন সদস্য। সমাবেশকে সুশৃঙ্খল ক’রতে মঞ্চে প্রধান অতিথি, সভাপতি ও ছয় সিটি মেয়র প্রার্থীসহ অল্প কয়েকজনকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে।চলতি বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এবং জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বা’তিলের সিদ্ধা’ন্তের প্রতিবাদ কয়েক দ’ফায় বিক্ষোভ ক’র্মসূচি পা’লন করেছে বিএনপি। আগামী বুধবার (১৭ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগ ছাড়া দেশের মহানগর ও জে’লায় জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বা’তিলের প্রতিবাদে আবারও বিক্ষোভ ক’র্মসূচি দিয়েছে বিএনপি। রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থা’য়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই ক’র্মসূচির ঘো’ষণা দেন। পরবর্তিতে আরও ক’র্মসূচি আসবে কিনা প্রশ্ন করা হলে বিএনপির স্থা’য়ী কমিটির সদস্য বলেন, ধাপে ধাপে অবশ্যই ক’র্মসূচি থাকবে। এছাড়াও ফেব্রুয়ারি-মা’র্চে রাজধানীসহ মহানগর ও জে’লা সদরে আরও ক’র্মসূচি দেবে দলটি। মা’র্চের শুরুতে আবারও একগুচ্ছ ক’র্মসূচি ঘো’ষণা করা হবে বলে দলীয় সূত্রে জা’না গেছে।