‘নির্দেশ দিলে কাদের মির্জার চা’ম’ড়া দিয়ে জুতা বানানো হবে’

‘সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দেশ দিলে আবদুল কাদের মির্জার গায়ের চা’মড়া দিয়ে জু’তা বানিয়ে পায়ে দেওয়া হবে। মির্জা আ’গু’নে হাত দিয়েছে। হাত পু’ড়ে যাবে। অ’হং’কার বেশি দিন টিকেনা। মির্জা কাদেরকে দল থেকে ব’হিষ্কার ও মেয়র পদ থেকে অপসারণ না করা পর্যন্ত দাগনভূঞাবাসী রাজপথে থাকবে।’

সোমবার (২২ ফেব্রুয়ারি) কাদের মির্জার বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে অনুষ্ঠিত ফেনীর দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের এক প্র’তিবা’দ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

সভাস্থলের অদূরেই বসুরহাট পৌরসভা এলাকায় মির্জা কাদের ও তার প্র’তিপ’ক্ষের পা’ল্টাপা’ল্টি সমাবেশকে কেন্দ্র করে আইন শৃ’ঙ্খলা পরিস্থিতি অবনতির আ’শঙ্কায় সেখানে নোয়াখালী জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তবে ফেনীর দাগনভূঞা এলাকা বা সমাবেশ এলাকা ১৪৪ ধারা জারি এলাকার বাইরে ছিল। সমাবেশে ফেনী জেলার বিভিন্ন এলাকা থেকে যানবাহনে করে দলের নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।

বক্তারা বলেন, কাদের মির্জা আমেরিকায় গিয়ে বিএনপি-জামায়াতের সাথে মিটিং করেছে। তারেক জিয়ার সাথে মিটিং করেছে। দিনের পর দিন নে’শাগ্র’স্ত হয়ে আবোল-তাবোল বকছেন। আওয়ামী লীগের মন্ত্রী, এমপিদের বি’রু’দ্ধে সারাক্ষণ মি’থ্যাচার করছে। বসুরহাট পৌরসভায় বসে আওয়ামী লীগকে ধ্বং’স করছে। আগামী নির্বাচনে সে বিএনপি থেকে নির্বাচন করবে। সে কোম্পানীগঞ্জের একজন কুলাঙ্গার। কাদের মির্জা একজন চাঁ’দাবা’জ, টে’ন্ডা’রবা’জ, মা’দ’কাস’ক্ত ও দু’শ্চ’রিত্রবা’ন ও বে’সা’মাল লোক। শেখ হাসিনা তাকে মাফ করলেই তবে ফেনীবাসী তাকে ক্ষমা করতে পারে।

কোম্পানীগঞ্জের মানুষ অনেক আশা ভরসা নিয়ে কাদের মির্জাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছিল। মির্জার লোকজন কোম্পানীগঞ্জে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীকে খু’’ন করেছে। সাংবাদিক বুরহানকে হ’’ত্যা করেছে। আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে মা’ধধ’র নি’’র্যা’ত’ন করে এলাকা ছাড়া করেছে।

বক্তারা কাদের মির্জাকে একজন পা’গল ও উ’ম্মা’দ অখ্যায়িত করে তাকে পাবনার মান’’সিক হাসপাতালে পাঠানোর আহ্বান জানান।

সোমবার বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার এয়াকুব পুর ইউনিয়নের নোয়াখালীর বসুরহাট পৌরসভা সংলগ্ন দক্ষিন চাঁদপুর কাইয়ুম পাটোয়ারী বাড়ির সামনে ফেনী-বসুরহাট সড়কে এ প্র’তিবা’দ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নেতৃবৃন্দ বলেন, কাদের মির্জা ডিসি, এসপি ও পুলিশের বি’রু’দ্ধে কথা বলার এতো সা’হ’স পায় কোথায়?

দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম,

ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, ফেনী জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিলন, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,

সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, দাগনভঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াজ, জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার প্রমুখ।

কাদের মির্জার বি’রু’দ্ধে আওয়ামী লীগের এ প্র’তিবা’দ সমাবেশকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকে ফেনী-বসুরহাট সড়কে কোনো যানবাহন চলাচল করেনি।

প্রসঙ্গত, কাদের মির্জা শুরু থেকেই নোয়াখালীর সংসদ সদস্য একরাম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে ফেনীর স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ ও ফেনী পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর বি’রু’দ্ধে মিথ্যা বি’ষো’দগা’র করে আসছেন। তিনি মেয়র হিসেবে শপথ নেওয়ার জন্য চট্টগ্রাম যাওয়ার পথে দাগনভূঞায় তার গাড়িবহরে হা’’ম’লার জন্যও তিনি তাদের দায়ী করেন।

ফেনী আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝেও এ নিয়ে ক্ষো’ভের সৃষ্টি হয়।