ইতালিতে টিকা নিয়েও করোনা পজেটিভ, মহা বি’পদে প্রবাসীরা

দুই ডোজ ভ্যাকসিন দেয়ার পরও ইতালির রাজধানী রোমে করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয়দের মধ্যে আ’ত’ঙ্ক দেখা দিয়েছে। এতে ভ্যাকসিন নিতে অনীহা দেখা যাচ্ছে অনেকের মাঝে।

ইতালিতে একযোগে ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কার্যক্রম চলছে। ২০২৩ সালের মধ্যে ৬ কোটি নাগরিককে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রথম পর্যায়ে করোনার সম্মুখযো’’দ্ধা এবং প্রবীণদের দেয়া হচ্ছে ভ্যাকসিন। এর মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশিও টিকা নিয়েছেন। তবে ভ্যাকসিন গ্রহণের পরও পরবর্তীতে করোনা পজিটিভ শ’নাক্ত হওয়ায় দেখা দিয়েছে নতুন আ’ত’ঙ্ক। ফলে ইতালির স্বাস্থ্য কর্মীসহ নাগরিকদের মধ্যে ভ্যাকসিন গ্রহণে দেখা দিয়েছে অনীহা।

এরই মধ্যে রোমে ১২ জন চিকিৎসক ও নার্সসহ অনেকের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। যারা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দিয়েছিলেন। তারা অন্যকে আ’ক্রান্ত করতে পারবে কি না সে বিষয়ে গবেষণার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ইতালিতে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩ লাখের বেশি। ভ্যাকসিন কার্যক্রমের মধ্যেও থেমে নেই সংক্র’মণ। সবশেষ একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজারের বেশি। আর মা’’রা গেছেন সাড়ে তিনশ’ জন।