মালয়েশিয়ায় ৫৪৫০ প্রবাসী বাংলাদেশিকে আ’টক করে দেশে ফেরত পাঠানো হয়েছে

এশিয়া মহাদেশের অন্যতম উন্নত দেশ মালয়েশিয়ায় অভিবাসন বিভাগ ও পুলিশের অভি’যানে ৫৪৫০ জন বাংলাদেশী সহ বিভিন্ন দেশের মোট ৫৯,১১৪ জন অভিবাসী কে গ্রেফতার করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

২০১৯ সন থেকে ২০২০ সনের ডিসেম্বর পর্যন্ত এই সময়ে অবৈধভাবে বসবাস সহ বিভিন্ন অ’পরা’ধে আ’ইনশৃঙ্খলা বাহিনী তাদের আ’টক করেন। তবে এখনও ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশী সহ বিভিন্ন দেশের অভিবাসী নিজ দেশে ফেরার অপেক্ষায় আছেন। করোনা পরিস্থিতির কারনে প্রত্যাবর্তন ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকালে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রী দাতো হামজা জয়নুদ্দিন এক বিবৃতিতে এসব কথা জানান।

তিনি আরো বলেন, ২০২০ সনের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের মোট ৩৭,০৩৮ জন অভিবাসী কে আ’টক করে তাদের নিজ দেশে ফে’রত পা’ঠানো হয়েছে।

এর মধ্যে, বাংলাদেশের ৫৪৫০ জন, ইন্দোনেশিয়া ১৭,০০২ জন, মায়ানমার ৩৩২২ জন, থাইল্যান্ড ২৩৫৮ জন ও পাকিস্তানের ১৪৯৩ জন নাগরিক সহ বাকিরা অন্যন্যা দেশের নাগরিক ।

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করে আটকের শিকার ১২’শত রোহিঙ্গা জনগোষ্ঠী কে আ’টক করা হয়েছে তাদের ফেরত পাঠানো হবে। দেশটির ইমিগ্ৰেশন বিভাগের প্রধান দাতো খায়রুল দাযাইমি দাউদ স্থানীয় একটি গনমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, দেশটিতে অবৈধভাবে অবস্থান করার সময়ে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভি’যানে আ’টকদের মধ্যে ১২’শত রোহিঙ্গা শরণার্থীদের চলতি মাসের ২৩ ফেব্রুয়ারি মায়ানমারে ফেরত পাঠানো হবে।

ইমিগ্রেশন প্রধান খায়রুল দাযাইমি দাউদ বলেছেন, “নির্বাসন কেন্দ্রগুলিতে আটক অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো আমাদের স্বাভাবিক কর্মসূচির একটি অংশ।

তবে এই মুহূর্তে মায়ানমারের অবস্থা বিবেচনা করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার একজন মুখপাত্র বলেছেন,এই মুহূর্তে রোহিঙ্গাদের ফেরত পাঠানো “উদ্বেগজনক” উল্লেখ করে বলেন, আ’ট’ককৃতদের মধ্যে ঝুঁকিতে থাকা মহিলা ও শিশু সহ আন্তর্জাতিক সুরক্ষার প্রয়োজন হতে পারে।