একস’ঙ্গে পথচলা’ শুরু জাফরুল্লাহ-সাকি-নুরের জোনায়েদ সাকি, নুরুল হক নুর ও ডা. জাফরুল্লাহ

গণস্বা’স্থ্য কে’ন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আ’ন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর

পৃথক ‘রাজনৈতিক মঞ্চ’ গড়ার কাজ শুরু ক’রেছেন। এর স’ঙ্গে ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ আরো কয়েক জনও সম্পৃক্ত থাকছেন।

তবে এর উদ্যোক্তারা এখনই এটিকে পৃথক রাজনৈতিক মঞ্চ বা জোট বলতে চান না। তারা বলছেন, ‘রাষ্ট্রব্যব’স্থাকে গণতান্ত্রিক ব্যব’স্থায় রূপান্তর ও আ’ইনের শাসন প্রতিষ্ঠায় আম’রা একস’ঙ্গে পথ চলতে শুরু করেছি।’

গণসংহতি আ’ন্দোলন, ছাত্র-যুবক-শ্রমিক অধিকার পরিষদ, ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্রচিন্তা—এই চারটি সংগঠন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যেও ক’র্মসূচি গ্রহণ করেছে।

চারটি সংগঠনের পক্ষ থেকে আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ক’র্মসূচি ঘো’ষণা করা হবে। ক’র্মসূচির মধ্যে থাকছে সুবর্ণজয়ন্তীতে মু’ক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও

সমাবেশসহ বছরব্যাপী নানা উদ্যো’গ। চারটি সংগঠনের ব্যানারে পৃথক মঞ্চের বিষয়ে গণসংহতি আ’ন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি গতকাল সোমবার বলেন,

‘আম’রা গণমানুষের জন্য কাজ করছি। মানুষের মু’ক্তির সংগ্রাম ও অধিকার আদায়ে একস’ঙ্গে পথচলার চেষ্টা করছি। ন্যূনতম লক্ষ্য নিয়ে আম’রা ঐক্যব’দ্ধভাবে কাজ শুরু করেছি। এটা চলমান প্রক্রিয়া। গণমানুষের বৃহত্তর স্বার্থে আরো অনেককেই আম’রা এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করার চেষ্টা করছি।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মাহমুদুর রহমান মান্না জাতীয় ঐক্যফ্রন্টেরও নেতা। একাদশ সংসদ নির্বাচনের আগে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপিকে নিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যফ্রন্টের শুরু থেকেই জাফরুল্লাহ-মান্না সম্পৃক্ত। সেক্ষেত্রে তাদের দুই জনের পৃথক আরেকটি মঞ্চে যু’ক্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে জোনায়েদ সাকিসহ অন্যরা বলছেন, ‘তারা ঐক্যফ্রন্টের স’ঙ্গে যু’ক্ত থেকে সেখানে যে কাজগুলো করছেন সেটির স’ঙ্গে আমাদের প্রক্রিয়ার স’ম্পর্ক নেই। এর বাইরে সাধারণ মানুষের জন্য তারা যে কাজগুলো করছেন সেটির স’ঙ্গে ই নতুন প্রক্রিয়ার স’ম্পর্ক।’

জাফরুল্লাহ চৌধুরী ও মাহমুদুর রহমান মান্না যেমন জাতীয় ঐক্যফ্রন্টের স’ঙ্গে সরাসরি যু’ক্ত, একইভাবে জোনায়েদ সাকির গণসংহতি আ’ন্দোলনও ‘বাম গণতান্ত্রিক জোট’-এর অন্যতম শরিক। বিষয়টি স’ম্পর্কে প্রশ্ন করা হলে সাকি ইত্তেফাককে বলেন, গণসংহতি আ’ন্দোলন বাম জোটের স’ঙ্গে আছে, থাকবে। বাম জোট অর্থনৈতিক বৈষম্যসহ কিছু সুনির্দিষ্ট ইস্যুতে কাজ করছে। কিন্তু ক্ষ’মতার রাজনীতির প্রশ্নে বাম জোটের স’ঙ্গে আমাদের নতুন প্রক্রিয়ার রূপরেখাগত পার্থক্য রয়েছে।

সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা থেকে ডাকসুর ভিপি হওয়া নুরুল হক নুর গত কয়েক মাস ধ’রেই নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলছেন। ইতিমধ্যে তিনি সেই প্রক্রিয়া শুরুও ক’রেছেন। যেটির প্রাথমিক ব্যানার হিসেবে ব্যবহূত হচ্ছে ‘ছাত্র-যুবক-শ্রমিক অধিকার পরিষদ’। জা’না গেছে, কোটা পদ্ধতি সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা সাধারণ ছাত্রদের সংগঠনগুলোর মধ্যে সমন্বয় করে সেটিকে রাজনৈতিক সংগঠনে রূপ দেওয়ার চেষ্টা করছেন সাবেক ভিপি নুর।এদিকে, জাফরুল্লাহ চৌধুরী আবার ‘ভাসানী অনুসারী পরিষদ’ এরও চেয়ারম্যান। এম এ মতিনের মৃ’ত্যুর পর তাকে এই সংগঠনের চেয়ারম্যান করা হয়। জাফরুল্লাহ-সাকি-নূরের নতুন এই প্রক্রিয়ার ব্যানারে গত ২৮ নভেম্বর মওলানা ভাসানীর মৃ’ত্যুবার্ষিকী’ পা’লন করা হয়েছে। এ উপলক্ষ্যে একই মঞ্চে বক্তব্যও রেখেছেন তারা।