প্রবাসী ক’ল্যাণ ব্যাংক থেকে যেভাবে নিবেন ৫ লক্ষ টাকা লোন

এবার প্রবাসীদের জন্য সুখবর- বিদেশফেরত বাংলাদেশীরা চাইলে এখন “প্রবাসী ক’ল্যাণ ব্যাংক” থেকে সহজ শর্তে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ লোন পেতে পারেন। ৩ লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য কোনো জামানতের প্রয়োজন নেই।ঋ’ণ নেওয়ার বি’স্তারিত পদ্ধতি নিচের ছবি থেকে জে’নে নিন… যে সকল প্রবাসী ভাইয়েরা দেশে গিয়ে আট’কাপ’ড়েছেন বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে,

তারা চাইলে এই ঋ’ণ প্রকল্প নিয়েই নিজে’রাই ছোট কোনো ব্যবসা বা ছোট উ’দ্দ্যোক্তা হয়ে যেতে পারেন।যেমনঃ গভাদি প’শু, হাঁ’স-মুরগি পা’লন, মা’ছ চাষের মতো কাজ হাতে নিতে পারেন।বিদেশফেরত বাংলাদেশীরা চাইলে এখন “প্রবাসী ক’ল্যাণ ব্যাংক” থেকে সহজ শর্তে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ লোন পেতে পারেন। ৩ লক্ষ টাকা পর্যন্ত লোনের জন্য কোনো জামানতের প্রয়োজন নেই।

আরও পড়ুনঃরাজধানী ঢাকাসহ দেশের অনেক অঞ্চলে তাপমাত্রা বেড়েছে। শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া চার অঞ্চলেও তাপমাত্রা বাড়তে পারে। এদিকে দেশের পশ্চিমাংশে আগামী চারদিনে দেশের পশ্চিমাঞ্চলে হালকা এবং ব’জ্রসহ বৃষ্টি হতে পারে।শুক্রবার আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জা’নিয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থা’য়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধ’রনের কুয়াশা পড়তে পারে।শ্রীমঙ্গল, পঞ্চগড়, কুঁড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমতে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।উপমহাদেশীয় উচ্চচা’প বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংল’গ্ন এলাকায় অব’স্থান করছে। মৌসুমের স্বা’ভাবিক ল’ঘুচা’প দক্ষিণ বঙ্গোপসাগরে অব’স্থান করছে।আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।