ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েই বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছিলেন জো রুট। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে সেঞ্চুরিটা ডাবল সেঞ্চুরিতে রুপান্তরিত করে এবার ইতিহাসই গড়লেন ইংলিশ দলপতি।
রুটের আগে ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করতে পেরেছেন বিশ্বের আটজন ব্যাটসম্যান। তারা হলেন-কলিন কাউড্রে, জাভেদ মিঁয়াদাদ, গর্ডন গ্রিনিজ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম উল হক, রিকি পন্টিং (২ ইনিংসেই), গ্রায়েম স্মিথ এবং হাশিম আমলা।
তবে রুট এটুকু রেকর্ডেই থামতে চাইলেন না। ইংলিশ ক্রিকেটের রানমেশিন নাম লেখালেন ইতিহাসের পাতায়ই, উঠলেন অনন্য উচ্চতায়। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে চলতি টেস্টে ২১১ রান করে এখনও অপরাজিত আছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৪৫৭ রান। ভারতীয় বোলাররা রীতিমত অসহায় হয়ে পড়েছেন রুটের সামনে। ইংলিশ অধিনায়কের সঙ্গে ২৪ রান নিয়ে ব্যাট করছেন অলি পোপ।
অশ্বিনের বলে ছক্কা মেরে রুট পূরণ করেন ডাবল সেঞ্চুরি। আর এই ডাবল সেঞ্চুরিতেই ইতিহাস গড়া হয়ে গেছে তার। টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে শততম ম্যাচে ডাবল সেঞ্চুরি করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
এর আগে শততম টেস্টে সবচেয়ে বড় ইনিংসটি ছিল ইনজামাম উল হকের। ২০০৫ সালে ভারতের বিপক্ষে ব্যাঙ্গালুরুতে ১৮৪ রানের ইনিংস খেলেছিলেন পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটসম্যান।