মালয়েশিয়ার নর্দমায় পাওয়া বাংলাদেশি প্রবাসীর গ’লিত লা’’শে’র পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় নর্দ’মায় পাওয়া সেই বাংলাদেশি যু’বকের গ’লিত লা’’শে’র পরিচয় মিলেছে। তিনি শরীয়তপুর সদরের বিনোদপুর ইউনিয়নের আবদুল গনি কাজীর ছেলে রাজীব কাজী (২৯)। নি’’হ’ত রাজীবের এক আত্মীয় সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মালয়েশিয়ার পিনেং রাজ্যের তামান পেরিনডাস্ট্রিয়ান রিঙ্গান জুরুর একটি কারখানার কাছে নর্দমা থেকে তার ম’রদে’হ শ’না’ক্ত করেন কারখানার ম্যানেজার। ঘট’নার পর নি’হ’তে’র ভাগনে শাকিলকে স’ন্দে’হ হলে আট’ক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রাজীবকে ‘খু”ন’ করে গত ১৫ জানুয়ারি পাশের একটি ন’র্দা’মায় পুঁ’তে রাখার কথা স্বী’কার করে শাকিল।

স্থানীয় পুলিশ জানায়, এ ‘কা’ণ্ডে’র সঙ্গে আরও কেউ জ’ড়ি’ত আছে কিনা সে বিষয়ে ত’দ’ন্ত চলছে এবং এই কা’ণ্ডে’র র’হ’স্য উ’দ্ঘা’টনে পুলিশ সচেষ্ট থাকবে। ‘কি”লা’রের’ পরিচয় পাওয়ায় র’হ’স্যে উন্মোচিত হবে মনে করেন তিনি।

প্রস’ঙ্গত পুলিশ ঘ’ট’নাস্থ’লে এসে ন’র্দ’মা থেকে ওই বাংলাদেশির লা’শ উ’দ্ধা’র করে ম’য়’নাত’দন্তে’র জন্য স্থানীয় সেবেরাং জায়া হাসপাতালে পাঠান এবং এই ঘটনায় পুলিশ বা’দী হয়ে একটি মা’ম’লা দা’য়ের করেছেন।