কাতারে সব পার্কে নির্ধারণ করা হল প্রবেশের ফি!

জীবিকার তাড়নায় অনেকেই ছোটেন দেশের বাইরে। আর উপসাগরীয় দেশ গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় এবং ধনী দেশ হল কাতার। সেখান এখন পর্যন্ত অনেকে পার্কেই কোন প্রেবেশ ফি ছিল না।

তবে আর বিনামূল্যে নয়, এখন থেকে কাতারের বিভিন্ন পার্কে প্রবেশ করতে হলে ফি দিয়ে টিকেট কিনতে হবে। কাতারের

বালাদিয়া বা পৌরসভা মন্ত্রীর ২৪৭/২০২০ নং আদেশে এই ফি নির্ধারণের কথা বলা হয়েছে।নতুন নির্দেশনা অনুসারে,

আলখোর পার্কে প্রবেশমূল্য ধরা হয়েছে ১৫ রিয়াল। তবে ১০ বছরের কম বয়সী শিশু ও প্রতিবন্ধীদের জন্য ১০ রিয়াল।আলখোর পার্কের ট্রেনে চড়তে হলে কিনতে হবে জনপ্রতি ৫ রিয়ালের টিকেট।