ফেঁ’সে যাচ্ছেন আমিরাতের মন্ত্রী, যৌ”ন নি’র্যা’তনের দা’য়ে কঠিন শা’স্তি পাচ্ছেন

আন্তর্জাতিকভাবে সুপরিচিত সাহিত্য ও শিল্প উৎসব ‘হে ফেস্টিভ্যাল’ এর পক্ষ থেকে উপসাগরীয় এক শীর্ষ রাজপরিবারের সদস্যের বি’রু’দ্ধে তাদের একজন নারী কর্মীকে যৌ”ন নি’র্যা’ত’নের অভি’যোগ এনে এই ঘট’নাকে “ন্য’ক্কা’রজ’নক লং’ঘ’ন” বলে উল্লেখ করা হয়েছে।

হে উৎসবের সভাপতি, ক্যারোলাইন মিশেল বলেছেন শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান দেশটির স’হিষ্ণুতা বিষয়ক মন্ত্রীর (মিনিস্টার ফর টলারেন্স) পদে যতদিন থাকছেন, ততদিন তারা আবুধাবিতে এই উৎসবের আয়োজন করা থেকে বিরত থাকবেন।

তাদের কর্মী কেইটলিন ম্যাকনামা;রা দাবি করেছেন শেখ নাহিয়ান এবছরের গোড়ার দিকে তার ওপর যৌ”ন হা’ম’লা চালান
এবং তিনি এর জন্য আইনি পদক্ষেপ নিচ্ছেন।এই অভিযোগ অস্বী’কার করেছেন ৬৯ বছর বয়সী শেখ নাহিয়ান।

লন্ডনের দ্যা সানডে টাইমস পত্রিকাকে ৩২ বছর বয়সী মিস ম্যাকনামারা জানিয়েছেন, তিনি যে হা’ম’লার অভি’যোগ করছেন সেটি ঘটেছিল ১৪ই ফেব্রুয়ারি, প্রত্যন্ত অঞ্চলে একটি ব্যক্তিগত মালিকানার দ্বীপে এক আবাসিক অট্টালিকায়।

আবুধাবিতে এবছর প্রথমবারের মত যে হে সাহিত্য ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছিল, ওই ঘট’নার ১১ দিন পর তার উদ্বোধন হবার কথা ছিল। মিস ম্যাকনামারা ভেবেছিলেন ওই উৎসব নিয়ে কথা বলার জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে।

মিস ম্যাকনামারা বলেন তার ওপর নি’র্যা’ত’নের ওই ঘ’ট’নার পরপরই তিনি বিষয়টি তার চাকুরিদাতা প্রতিষ্ঠান এবং দেশটিতে দূতাবাসের কর্মকর্তাদের জানিয়েছিলেন। এবং ব্রিটেনে করো;নাভা;ই;রাস ল;;কডা;উন প্র’ত্যাহারের পর তিনি কেন্ট এলাকার পু;লিশ স্টেশনে গিয়েও ঘটনাটি জানান।