অবশেষে শিথিল হলো ইতালির বহুল আলোচিত কঠোর অভিবাসন আইন। এখন থেকে অবৈধ অভি;বাসী উদ্ধা;রকারী নৌ;যা;নগুলোকে আর মোটা অংকের জরিমানা দিতে হবে না। এছাড়া নিজ দেশে নিপীড়নের ঝুঁকি থাকলে এধরনের অভিবাসীদের ফেরতও পাঠাবে না ইতালি।
গত সোমবার রাতে ইতালির মন্ত্রিসভায় পাস হয়েছে অভিবাসন আইনের এ সংশোধনী। ২০১৮-১৯ সালে মাত্র ১৪ মাসের ক্ষমতাকালে ইতালির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও উগ্র ডানপন্থী নেতা মাত্তিও স্যালভিনি জারি করেছিলেন বিতর্কিত এ আইন।
পুরোনো নিয়মে সরকারি আদেশ অমান্য করে অভিবাসী উদ্ধারকারী নৌযানগুলোকে ১১ লাখ ৮০ হাজার ডলার জরিমানা দিতে হতো। কিন্তু এখন তাদের জরিমানা কমিয়ে মাত্র ৫৯ হাজার ডলার করা হয়েছে।
নৌ;যানগুলোর যদি পতাকাবাহী দেশের সঙ্গে সমঝোতা থাকে বা সামুদ্রিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করে, তবে এখন থেকে তাদের কোনও জরিমানাই গুণতে হবে না।
এছাড়া, অভিবাসী ও শরণার্থীদের যদি নিজ দেশে নির্যাতন বা অমানবিক আচরণের মুখোমুখি হওয়ার আশ;ঙ্কা থাকে, তবে তাদের বহি;ষ্কার করা হবে না বলে ঘোষণা দিয়েছে ইতালি।
নতুন সংশোধনীতে বসবাসের বিশেষ অনুমতিপ্রাপ্ত অভিবাসীদের সাধারণ কর্মী ভিসা দেয়ার নিয়মও সহজ করা হয়েছে।
ইতালির ডেমোক্র্যাটিক পার্টির নেতা নিকোলা জিঙ্গারেত্তি এক টুইটে বলেছেন, স্যালভিনি ডিক্রি বা প্রোপাগান্ডা আর নেই। আমরা অত্যধিক মানবিক ও নিরাপদ ইতালি চাই।
তবে ইতালীয় সরকারের এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশটিতে এখনও জনপ্রিয় নেতা মাত্তিও স্যালভিনি।
তিনি বলেছেন, পাচারকারী ও অবৈধ অভিবাসীদের জন্য উন্মুক্ত বন্দর ফিরে এসেছে। আমরা তাদের প্রতিহত করব।
অভিবাসন আইন শিথিলের বিরুদ্ধে শিগগিরই গণস্বক্ষর সংগ্রহ অভিযান শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।