এয়ারপোর্টে সৌদিফেরত যাত্রী আ’টক, এক কেজি সোনা উ’দ্ধার

১৩ সেপ্টেম্বর রবিবার বিকালে ঢাকার হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ১ কেজি স্বর্ণসহ সৌদি আরব থেকে আসা এক যাত্রীকে গ্রে;ফতার করেছে শুল্ক কর্তৃপক্ষ।

গ্রে;ফতারকৃত যাত্রীর নাম খোরশেদ আলম। তার কাছ থেকে প্রায় ১ কেজি ওজনের ১টি সোনার প্লেট পাওয়া যায়। এই স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলছেন,’গো;পন সংবাদের ভিত্তিতে চো;রাচালান প্র;তিরোধে কাস্টমস হাউসের বি শিফট কর্মকর্তা ও প্রি;ভেন্টিভ গ্রু;পের সদস্যরা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে ন;জরদারি করতে থাকেন।

এয়ারপোর্টের গ্রিন চ্যানেলে বিকাল সাড়ে তিনটায় জেদ্দা থেকে আসা সৌদি এয়ারলাইনন্সের এক যাত্রী খোরশেদ আলমকে ত;ল্লাশি করা হয়।

ঐ প্রবাসীর সাথে থাকা ব্যাগ স্ক্যান করলে বিশেষ কৌ;শলে লু;কানো একটি গোল্ড প্লেট পাওয়া যায়। এর ওজন ১ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লক্ষ টাকা।

এ বিষয়ে সোলাইমান হোসেন আরও বলেন, আ;টক স্বর্ণের বিষয়ে কাস্টমস আ;ইনে ব্যবস্থা নেয়া হয়েছে ও আ;টক যাত্রীকে পু;লিশের কাছে হ;স্তান্তর করা হবে।