সৌদিতে আটকাপড়াদের ফেরাতে বিমানের ৩টি বিশেষ ফ্লাইট

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে সৌদি আরবে আটকা পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে তিনটি বিশেষ ফ্লাইটের ঘোষণা দিয়েছে রাষ্ট্রয়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

প্রথম ফ্লাইটি আগামী ১৮ সেপ্টেম্বর জেদ্দা থেকে, দ্বিতীয় ফ্লাইটি ২০ সেপ্টম্বর রিয়াদ থেকে এবং ২৪ সেপ্টম্বর দাম্মাম থেকে ফ্লাইটগুলো ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, আটকেপড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৮ সেপ্টেম্বর জেদ্দা থেকে, ২০ সেপ্টেম্বর রিয়াদ ও ২৪ সেপ্টেম্বর দাম্মাম থেকে পৃথক তিনটি ফ্লাইট ঢাকায় আসবে।

আগে নিবন্ধনকৃত যাত্রীরা বিমানের অফিস থেকে পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে ফ্লাইটের টিকিট কিনতে পারবে বলে জানায় বিমান।

রাষ্ট্রয়াত্ত বিমান সংস্থাটি আগ্রহীদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে বিমানের নিজ নিজ সেলস অফিস থেকে টিকিট সংগ্রহ করতে বলেছে।